TRENDING:

IRCTC Stock: আইআরসিটিসি শেয়ারে পরিবর্তন, অংশীদারি কমিয়ে নিল এই বড় সংস্থা, জানুন বিস্তারিত

Last Updated:

IRCTC Stock Declines: জানা গিয়েছে, সিঙ্গাপুর সরকার IRCTC থেকে নিজেদের শেয়ার কমিয়ে নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যে সমস্ত বিনিয়োগকারীদের ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর শেয়ার রয়েছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ খবর। সম্প্রতি সিঙ্গাপুর (Singapore) সরকার IRCTC-তে তাদের অংশীদারিত্ব কমিয়ে নিয়েছে অর্থাৎ তাদের শেয়ার সরিয়ে নিয়েছে। IRCTC বুধবার স্টক এক্সচেঞ্জে একটি নথি পাঠিয়েছে যেখানে থেকে এই তথ্য জানা গিয়েছে। এই নথিতে চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত আপডেট হওয়া শেয়ারহোল্ডিং প্যাটার্ন (Shareholding pattern) সম্পর্কে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, সিঙ্গাপুর সরকার IRCTC থেকে নিজেদের শেয়ার কমিয়ে নিয়েছে।
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন- সুরক্ষিত বিনিয়োগ, মোটা রিটার্ন; এক নজরে দেখে নিন পোস্ট অফিসের কয়েকটি সেরা সেভিংস স্কিম

এই সরকারি সংস্থা প্রদত্ত আগের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুর সরকারের কাছে IRCTC-এর ১.৩৬% অংশীদারি ছিল কিন্তু নতুন শেয়ারহোল্ডিং প্যাটার্নে তাদের নাম পাওয়া যায়নি। এরই মধ্যে অন্য দিকে, খুচরো বিনিয়োগকারীদের অংশীদারিত্ব বেড়ে ২০.৮০% হয়ে গিয়েছে যা ৩০ সেপ্টেম্বর তারিখে ১৪.১৭% ছিল।

advertisement

IRCTC শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)-এর অংশীদারি একই থেকে গিয়েছে। আগের শেয়ারহোল্ডিং প্যাটার্নে শেয়ার ২.১১% ছিল, নতুন নথিতেও একই রয়েছে। এখানে বলে রাখা ভালো, IRCTC ২৮ অক্টোবর IRCTC-এর তাদের শেয়ারে স্টক বিভাজন করেছে। প্রতিটি শেয়ারকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর থেকে শেয়ারের সূচকে দ্রুত ওঠানামা দেখা যায়। এই পরিস্থিতিতে শেয়ারগুলিকে সাশ্রয়ী করার জন্য প্রতিটি স্টককে ১:৫ অনুপাতে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

বুধবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) IRCTC শেয়ার প্রায় ২% কমে ৯০২.৮৫ টাকায় ক্লোজ হয়। ২০২১ সালের স্টক প্রায় ২১২% বেড়ে গিয়েছে সেখানে গত বছর IRCTC শেয়ারে লগ্নকারিরা ২৩০% রিটার্ন আয় করেছে। এই সংস্থার IPO ২০১৯ সালে চালু করা হয়েছিল। শুরু থেকেই এই স্টকের সূচক ওপরে ছিল। ২০১৯ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ ৫ গুণ হয়ে গিয়েছে এবং এই শেয়ার ৪৭৯.৩৮% রিটার্ন দিয়েছে।

advertisement

আরও পড়ুন- ডিজিটাল গোল্ডে বিনিয়োগ কি নিরাপদ? ট্যাক্সের পরিমাণই বা কী? দেখে নিন এক নজরে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২০১৯ সালের মার্কেটে প্রবেশের পর থেকে এই সরকারি কোম্পানিটি শক্তিশালী একচেটিয়া অধিকার উপভোগ করে। রেল নেটওয়ার্কে ১০০% মার্কেট শেয়ার রয়েছে তাদের কাছেই। এটি একমাত্র সংস্থা যেটি ট্রেনে ক্যাটারিং পরিষেবা এবং রেলওয়ে স্টেশনগুলিতে প্রধান স্ট্যাটিক ইউনিট হিসেবে পরিচালনা করার জন্য সরকারি অনুমোদন পেয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IRCTC Stock: আইআরসিটিসি শেয়ারে পরিবর্তন, অংশীদারি কমিয়ে নিল এই বড় সংস্থা, জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল