পরিসংখ্যান বলছে, বেঞ্চমার্ক শেয়ার সূচক BSE Sensex প্রায় ১২ শতাংশ বৃদ্ধির সঙ্গে এগিয়ে চলেছে। এছাড়া BSE MidCap এবং BSE SmallCap যথাক্রমে ৩০ শতাংশ এবং ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সোনা এবং রূপো যথাক্রমে ২১ শতাংশ এবং ২০ শতাংশ বেড়েছে এই বছর।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, ২০২৫ সালেও মূল্যবান ধাতু, শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের হাসি ধরে রাখবে। আগামী বছর মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। বিশ্বের সেরা অর্থনীতিগুলোর মধ্যে বাণিজ্য কেমন যান, সেটাও বড় প্রভাব ফেলবে। খুব একটা হেরফের হবে না।
advertisement
আরও পড়ুন: বছর শেষে আধার নিয়ে বড় খবর ! জেনে নিন
এই মুহূর্তে প্রথম বিশ্বের অধিকাংশ দেশ কর্মসংস্থান এবং বেকারত্বের সমস্যায় জেরবার। ভারতও এর বাইরে নয়। তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ব্যাপক প্রবৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। আইটিআই এএমসি-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার রাজেশ ভাটিয়া বলেন, “আগামী বছর শেয়ার বাজার চাঙ্গা থাকবে বলেই আশা করা হচ্ছে। প্রাইভেট ব্যাঙ্ক, আইটি, ডিজিটাল কমার্স, ক্যাপিটাল গুডস এবং ফার্মা সেক্টর থেকে ভাল লাভ পেতে পারেন বিনিয়োগকারীরা।”
এসকেআই ক্যাপিটালের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও নরীন্দর ওয়াধওয়া আবার মনে করেন, বছরের শুরুতে বাজারের অস্থিরতা থাকতে পারে। তিনি বলছেন, “২০২৫-এর প্রথমদিকে ভারতীয় বাজারে কিছুটা অস্থিরতা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয়ার্ধে সব ঠিক হয়ে যাবে। লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ার থেকে ভাল লাভ মিলতে পারে। সেক্টর রোটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যাঁরা নতুন সেক্টর খুঁজে বের করতে পারবেন, তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।”
আরও পড়ুন : মহিলাদের জন্য সেরা SIP কোনগুলো? রইল যাবতীয় খুঁটিনাটি, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না
২০২৪-এ সোনা, রুপোর মতো মূল্যবান ধাতুর বাজার চাঙ্গা ছিল। রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল দাম। ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৯,৪০৮ টাকা। কেজি প্রতি রুপো পৌঁছে যায় ৯৮,৭৮৮ টাকায়। নতুন বছরেও দামে খুব একটা হেরফের হবে না। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি প্রচুর সোনা কিনছে। ফলে হলুদ ধাতুর চাহিদা রয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনাও সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ।
কোটাক সিকিউরিটিজও একটি রিপোর্টে এমনই ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, ২০২৫-এও সোনা এবং রুপোর চাহিদা তুঙ্গে থাকবে। একই কথা বলছে গ্লোবাল ব্রোকেজ ইউবিএস। তারা জানিয়েছে, ২০২৫-এও সোনা একই উচ্চতায় থাকবে। তবে ইয়ার-অন-ইয়ার মুনাফা কিছুটা কম হতে পারে।