Big News On Aadhaar : বছর শেষে আধার নিয়ে বড় খবর ! জেনে নিন

Last Updated:
Big News On Aadhaar : শুধু MyAadhaar পোর্টালেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন গ্রাহকরা।
1/6
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI। ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত এই সুযোগ মিলবে। আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল ২০২৪-এর ১৪ ডিসেম্বর। এবার তা বাড়ানো হল। উল্লেখ্য, শুধু MyAadhaar পোর্টালেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন গ্রাহকরা। ২০২৫ সালের ১৪ জুনের পর আধার সেন্টারগুলিতে অফলাইনে আপডেট করার জন্য ফি দিতে হবে। UIDAI-এর তরফে এমনটাই জানানো হয়েছে।
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI। ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত এই সুযোগ মিলবে। আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল ২০২৪-এর ১৪ ডিসেম্বর। এবার তা বাড়ানো হল। উল্লেখ্য, শুধু MyAadhaar পোর্টালেই বিনামূল্যে এই পরিষেবা পাবেন গ্রাহকরা। ২০২৫ সালের ১৪ জুনের পর আধার সেন্টারগুলিতে অফলাইনে আপডেট করার জন্য ফি দিতে হবে। UIDAI-এর তরফে এমনটাই জানানো হয়েছে।
advertisement
2/6
এই প্রসঙ্গে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেছে UIDAI। সেখানে জানানো হয়েছে, “বিনামূল্যে অনলাইনে ডকুমেন্ট আপলোড করার সুবিধা ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বাড়ানো হল। এর ফলে লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডার উপকৃত হবেন। বিনামূল্যে এই পরিষেবা শুধুমাত্র MyAadhaar পোর্টালেই মিলবে।”
এই প্রসঙ্গে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেছে UIDAI। সেখানে জানানো হয়েছে, “বিনামূল্যে অনলাইনে ডকুমেন্ট আপলোড করার সুবিধা ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত বাড়ানো হল। এর ফলে লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডার উপকৃত হবেন। বিনামূল্যে এই পরিষেবা শুধুমাত্র MyAadhaar পোর্টালেই মিলবে।”
advertisement
3/6
আধার কার্ড আপডেট করার পরামর্শও দিয়েছে UIDAI। বিশেষ করে যাঁরা দশ বছর বা তারও আগে আধার কার্ড পেয়েছেন, কিন্তু কোনও রকম আপডেট করাননি। তবে এও জানানো হয়েছে, এই আপডেট বাধ্যতামূলক নয়। আধার আপডেটের নিয়ম: আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন, ২০১৬ অনুযায়ী, একজন আধার কার্ড হোল্ডার তাঁর আধার নম্বর জেনারেশনের তারিখ থেকে ১০ বছর পর আবেদনের মাধ্যমে তাঁর পরিচয়পত্র এবং ঠিকানার নথি বা তথ্য কমপক্ষে একবার আপডেট করতে পারবেন।
আধার কার্ড আপডেট করার পরামর্শও দিয়েছে UIDAI। বিশেষ করে যাঁরা দশ বছর বা তারও আগে আধার কার্ড পেয়েছেন, কিন্তু কোনও রকম আপডেট করাননি। তবে এও জানানো হয়েছে, এই আপডেট বাধ্যতামূলক নয়। আধার আপডেটের নিয়ম: আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন, ২০১৬ অনুযায়ী, একজন আধার কার্ড হোল্ডার তাঁর আধার নম্বর জেনারেশনের তারিখ থেকে ১০ বছর পর আবেদনের মাধ্যমে তাঁর পরিচয়পত্র এবং ঠিকানার নথি বা তথ্য কমপক্ষে একবার আপডেট করতে পারবেন।
advertisement
4/6
আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ আপলোড করার পদ্ধতি: গ্রাহক যে কোনও আধার কেন্দ্রে গিয়ে কিংবা অনলাইনে MyAadhaar পোর্টালে ঠিকানার নথি আপলোড করতে পারেন। এখানে অনলাইনে নথি জমা দেওয়ার পুরো পদ্ধতি দেওয়া হল।
আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ আপলোড করার পদ্ধতি: গ্রাহক যে কোনও আধার কেন্দ্রে গিয়ে কিংবা অনলাইনে MyAadhaar পোর্টালে ঠিকানার নথি আপলোড করতে পারেন। এখানে অনলাইনে নথি জমা দেওয়ার পুরো পদ্ধতি দেওয়া হল।
advertisement
5/6
প্রথম ধাপ – সবার আগে https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।দ্বিতীয় ধাপ – লগ ইন করতে হবে। অথবা Name/Gender/Date of Birth & Address Update দিয়ে তথ্য যাচাই করাতে হবে।

তৃতীয় ধাপ – এরপর ‘আপডেট অ্যাড্রেস’-এ (কনসেন্ট বক্সেও ক্লিক করতে হবে) ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে হবে 'Update Aadhaar Online'-এ।
প্রথম ধাপ – সবার আগে https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে।দ্বিতীয় ধাপ – লগ ইন করতে হবে। অথবা Name/Gender/Date of Birth & Address Update দিয়ে তথ্য যাচাই করাতে হবে।তৃতীয় ধাপ – এরপর ‘আপডেট অ্যাড্রেস’-এ (কনসেন্ট বক্সেও ক্লিক করতে হবে) ক্লিক করতে হবে। তারপর ক্লিক করতে হবে 'Update Aadhaar Online'-এ।
advertisement
6/6
চতুর্থ ধাপ – ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।পঞ্চম ধাপ – এবার ৫০ টাকা পেমেন্ট করতে হবে। তবে সময়সীমার আগে আপডেট করলে পেমেন্টের প্রয়োজন নেই।

ষষ্ঠ ধাপ – এবার এসআরএন বা সার্ভিস রিকোয়েস্ট নম্বর জেনারেট হবে। এটা সেভ করে রাখতে হবে। ঠিকানা আপডেট হয়েছে কি না এই নম্বর দিয়ে পরে দেখতে পারবেন গ্রাহক।
চতুর্থ ধাপ – ঠিকানার প্রমাণপত্রের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।পঞ্চম ধাপ – এবার ৫০ টাকা পেমেন্ট করতে হবে। তবে সময়সীমার আগে আপডেট করলে পেমেন্টের প্রয়োজন নেই।ষষ্ঠ ধাপ – এবার এসআরএন বা সার্ভিস রিকোয়েস্ট নম্বর জেনারেট হবে। এটা সেভ করে রাখতে হবে। ঠিকানা আপডেট হয়েছে কি না এই নম্বর দিয়ে পরে দেখতে পারবেন গ্রাহক।
advertisement
advertisement
advertisement