TRENDING:

Investment Tips: সন্তানের ভবিষ্যতের জন্য সেরা বিনিয়োগ চান! এই নিয়ম মেনে চললে থাকবে না টাকার চিন্তা

Last Updated:

Best Investment Plans for Child: সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার সময় কয়েকটি নির্দিষ্ট বিষয় মাথায় রাখা প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক সেই সব বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে সবাই তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এখনকার এই মুদ্রাস্ফীতির যুগে ছেলেমেয়েদের লালন-পালন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত অনেক খরচ। এর জন্যই সন্তানদের প্রয়োজনীয় খরচ মেটাতে ভবিষ্যতে অনেক টাকার প্রয়োজন হয়। এর জন্য অভিভাবকরা বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করেন। কিন্তু,  প্রায়ই দেখা যায় যে প্রত্যেক বাবা-মা তাঁদের সন্তানদের প্রয়োজনের জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে সক্ষম হন না। এর প্রধান কারণ হচ্ছে বিনিয়োগের মূল বিষয়গুলোর উপরে খেয়াল না রাখা। সঠিক সময়ে এবং সঠিক স্থানে বিনিয়োগ না করলে প্রত্যাশা মতো রিটার্ন পাওয়া যায় না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখনই সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করা হবে, খুব সাবধানে তা করতে হবে। সন্তানের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার সময় কয়েকটি নির্দিষ্ট বিষয় মাথায় রাখা প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক সেই সব বিষয়।
Investing For Children
Investing For Children
advertisement

আরও পড়ুন- পাইয়ে দেওয়ার রাজনীতি করতে চায় না কোন দল: জনস্বার্থ মামলায় প্রশ্ন শীর্ষ আদালতের

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে শিক্ষার মতো শিশুর মৌলিক চাহিদাও অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। আজকাল বিয়েতেও অনেক টাকা খরচ হয়। কাজেই যত তাড়াতাড়ি সন্তানদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা এবং বিনিয়োগ করা হব, তত বেশি সুবিধা পাওয়া যাবে। যদি সন্তানের জন্মের পরে শীঘ্রই বিনিয়োগ করা শুরু করা যায়, তাহলে সন্তানের যখন ১৮ বছর বয়স হবে তখন প্রচুর পরিমাণে অর্থ জমা হবে।

advertisement

সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার সময়, সঠিক জায়গায় বিনিয়োগ করাও গুরুত্বপূর্ণ। বাজারে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পোস্ট অফিসের মাসিক আয় স্কিম, LIC-এর জীবন তরুণ পরিকল্পনা, শিশু বিমা পরিকল্পনা এবং মিউচুয়াল ফান্ড সহ অনেকগুলি স্কিম রয়েছে। যাতে বিনিয়োগ করে সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করা যেতে পারে। রিটার্ন এবং সময় অনুযায়ী, ইক্যুইটি মিউচুয়াল ফান্ড একটি ভালো বিকল্প হতে পারে।

advertisement

আরও পড়ুন- মাঙ্কিপক্স নিয়ে চিন্তায় কেন্দ্র, ভারতে সংক্রমণ রোধে নির্দেশিকা প্রকাশ করল সরকার

আর্থিক শৃঙ্খলা প্রয়োজন -

সন্তানের জন্য একটি বড় তহবিল তৈরি করতে, যে কোনও ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা অবলম্বন করতে হবে। এটি একটি স্বল্পমেয়াদী বিনিয়োগ নয়। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক বিনিয়োগ। যে স্কিমে বিনিয়োগ করা হোক না কেন, মনে রাখতে হবে তা যেন ধারাবাহিক হয়।

advertisement

পোর্টফোলিওতে বৈচিত্র্য -

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

পোর্টফোলিওতে বৈচিত্র্য থাকা জরুরি। এক্ষেত্রে একটি বিনিয়োগ বা সঞ্চয় প্রকল্প থেকে কম রিটার্ন হলে, অন্যত্র করা বিনিয়োগের মাধ্যমে সেই লোকসান পুষিয়ে নেওয়া যেতে পারে। বিনিয়োগকে বিভিন্ন সম্পদ শ্রেণিতে ভাগ করলে পোর্টফোলিওতে ভারসাম্য বজায় থাকে। সন্তানের পাশাপাশি নিজেদের ভবিষ্যতের জন্যও বিনিয়োগ করা উচিত। এর জন্য আর কিছু না হলেও অন্তত বিমায় বিনিয়োগ করা উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Tips: সন্তানের ভবিষ্যতের জন্য সেরা বিনিয়োগ চান! এই নিয়ম মেনে চললে থাকবে না টাকার চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল