আরও পড়ুন: এক বছরে ৪০০ শতাংশ রিটার্ন! বিনিয়োগকারীদের বড়লোক করে দিয়েছে এই ৫ শেয়ার!
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী?
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল কন্যাদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। বেটি বাঁচাও এবং বেটি পড়াও অভিযানের অধীনে এই স্কিমটি লঞ্চ করা হয়। ক্ষুদ্র সময় প্রকল্পগুলির মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে বেশি দরে সুদ প্রদান করে।
advertisement
আরও পড়ুন: Top Mileage Cars: এই ৫টি পেট্রোল চালিত গাড়ি দিয়ে থাকে সবচেয়ে বেশি মাইলেজ!
অ্যাকাউন্ট কীভাবে খোলা যাবে?
যে কোনও বিনিয়োগকারী এই প্রকল্পের অধীনে নিজের দুটি কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে পারে। কন্যা সন্তানের জন্ম হওয়ার পর তার ১০ বছর বয়সের মধ্যে ২৫০ টালা জমা রেখে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অ্যাকাউন্ট খুলতে হয়।
কোথায় অ্যাকাউন্ট খোলা যাবে?
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার জন্য যে কোনও পোস্ট অফিস বা অনুমোদিত বাণিজ্যিক শাখা অ্যাকাউন্ট খোলা যেতে পারে। কন্যার ২১ বছর বয়সে প্রকল্পটি ম্যাচিওর করবে এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
কত টাকা বিনিয়োগ করা যাবে?
চলতি আর্থিক বর্ষে একজন বিনিয়োগকারী সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে বার্ষিক সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত লগ্নি করতে পারবে। বর্তমানে এই যোজনায় বার্ষিক ৭.৬% হারে সুদ প্রদান করা হয়। এই প্রকল্পে বিনিয়োগে ৯ বছর ৪ মাসে লগ্নি দ্বিগুণ হয়ে যায়।
আরও পড়ুন: হোলির আগেই বিরাট খবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা
৬৫ লক্ষ টাকা কীভাবে পাওয়া যাবে?
যদিও কোনও ব্যক্তি এই প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা বিনিয়োগ করে তবে সে বার্ষিক মোট ৩৬,০০০ টাকা বিনিয়োগ করছে। যদি বার্ষিক সুদের হার ৭.৬% ধরা হয় তবে চক্রবৃদ্ধি হিসেবে ১৪ বছরে মোট ৯,১১,৫৭৪ টাকা সঞ্চয় হবে।
একইভাবে দৈনিক ৪১৬ টাকা করে জমা করলে এই সুদের হারে ১৫ বছরের সঞ্চয় দাঁড়াবে ৬৫ লক্ষ টাকা।