আরও পড়ুন: নতুন নিয়ম জেনে নিন, না হলে মিলবে না যোজনার আগামী কিস্তির টাকা!
বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়ে থাকেন, যদি ১৫ বছর অর্থাৎ ম্যাচিউরিটির পর টাকার দরকার না পড়লে এই অ্যাকাউন্টের সময় আরও ৫ বছর জন্য বাড়িয়ে দিলে লাভবান হবেন ৷ পিপিএফ অ্যাকাউন্টে ট্যাক্স ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷ এখানে ম্যাচিউরিটিতে পাওয়া টাকা ট্যাক্স ফ্রি হয় ৷
advertisement
ছোট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট সবচেয়ে লাভজনক বলে মনে করা হয় ৷ এখানে প্রতিদিন ১৫০ টাকা হিসেবে টাকা জমা করলে মাত্র ২০ বছরের চাকরিতে ২০ লক্ষ টাকার বেশি ফান্ড তৈরি হয়ে যাবে ৷ বিশেষজ্ঞদের মতে আমরা প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা এমন জিনিসে খরচ করে থাকি যেগুলো না করলেও হয় ৷ এই টাকা সরকারের স্মল সেভিংস স্কিমে ইনভেস্ট করে হয়ে উঠবেন লাখপতি ৷
আরও পড়ুন: ক্রেডিট কার্ডের পরিকল্পনা? এক নজরে দেখে নিন ভারতের টপ ১০ বেস্ট প্রিপেড ক্রেডিট কার্ড!
কীভাবে মিলবে সুবিধা ? How to get benefit from PPF?
পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি ১৫ বছরে হয় ৷ এই অ্যাকাউন্টে ৭.১ শতাংশ হিসেবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট দেওয়া হয় ৷ এখানে বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এই হিসেব অনুযায়ী ২৫ বছরে ম্যাচিউরিটিতে (PPF Maturity Benefits)অধিকতম ৬২ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷
আরও পড়ুন: স্বাস্থ্য নিয়ে চিন্তিত? দেখে নিন কোন ধরনের জীবন বিমা আপনার জন্য উপযুক্ত!
পিপিএফ ক্যালকুলেটার
আপনার বয়স যদি ২৫ বছর হয় তাহলে ছোট স্কিম থেকে বড় রিটার্ন পাওয়ার এটাই সেরা সুযোগ ৷ মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করলে অন্যান্য ইনভেস্টমেন্টের পাশাপাশি প্রতিদিন ১০০-১৫০ টাকা হিসেবে টাকা সেভিংস করে লাভবান হতে পারবেন ৷ এই হিসেবে ৪৫ বছরের বয়সে আপনি অতিরিক্ত ২০ লক্ষ টাকার বেশি ফান্ড তৈরি করতে পারবেন ৷
-- আপনি ১৫০ টাকা প্রতিদিন হিসেবে পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করলে মাসে ৪৫০০ টাকা হয়
-- প্রতি মাসে ৪৫০০ টাকা ইনভেস্ট করে বছরে ৫৪০০০ টাকা হয়
-- ২০ বছরে মোট ইনভেস্টমেন্ট ১০.৮০ লক্ষ টাকা হয়ে যাবে
-- বার্ষিক ৭.১ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে ২০ বছরের ২০ লক্ষ টাকার বেশি পেয়ে যাবেন