advertisement
আরও পড়ুন- বিজ্ঞানী থেকে মেকানিক, নারী দিবসে সমস্ত মহিলাদের এক সুতোয় বাঁধল গুগল ডুডল!
হিন্দি অ্যাপ লঞ্চের পাশাপাশি, নীতা আম্বানি HerCircle-এর প্রথম বার্ষিকীও উদযাপন করেন। হার সার্কেলের ব্যবহারকারীরা পছন্দসই হাজার হাজার কাজের সুযোগ পেয়েছেন বলেও জানিয়েছে রিলায়েন্স। কীভাবে একজন পেশাদার মেকআপ শিল্পী, ফুড স্টাইলিস্ট, ফিটনেস প্রশিক্ষক, কুকুর প্রশিক্ষক, রেডিও জকি হতে হবে সেই বিষয়ক মাস্টারক্লাসগুলি খুবই উপকারী হয়ে উঠেছে বলেও দাবি রিলায়েন্সের (Reliance Her Circle)। স্যার এইচএন রিলায়েন্স হাসপাতালের চিকিৎসা বিশেষজ্ঞরা মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা, ত্বকের যত্ন, গাইনোকোলজিকাল সমস্যা, কাউন্সেলিং, এবং বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছে যার থেকে হাজার হাজার মহিলা উপকৃত হয়েছেন বলে জানান নীতা (Nita M. Ambani)।
হার সার্কেলের (Reliance Her Circle) ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে নীতা বলেন, “অভিনন্দন! শুধু আমরা নই, হার সার্কেলের প্রতিটি মহিলাকে ধন্যবাদ! এত অল্প সময়ের মধ্যে হার সার্কেলের প্রসার লাভ এবং এত সুন্দরভাবে তাকে বেড়ে উঠতে দেখে আমি খুবই খুশি। আমি এই আন্দোলনে যোগদানকারী সমস্ত মহিলাকে স্বাগত জানাই। একে অপরের প্রতি সহযোগিতা, বন্ধন, প্রশংসা এবং উচ্ছ্বাস দেখে আমি আনন্দিত! আমাদের প্ল্যাটফর্মের বৈশিষ্ট্যই ছিল এগুলি। সেগুলিকে সত্যি হতে দেখা আনন্দের বিষয়। হার সার্কেলে, আমরা শুনি, আমরা শেয়ার করি, আমরা শিক্ষিত করি, আমরা সক্ষম করি এবং সংযোগও করি! এটি এমন এক নিরাপদ স্থান যেখানে নারীরা নতুন নতুন জিনিস শিখে, নিজেদের পুনরুজ্জীবিত করে এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলে!”
আরও পড়ুন- কর্মব্যস্ততায় কাটছে দিন! নারী দিবসে মেয়েদের জীবন বদলে দিতে পারে এই ৫ টি গ্যাজেট
কীভাবে কাজ করে Her Circle?
‘Her Circle’ নারী সম্পর্কিত বিষয়বস্তুর একটি বিশেষ মঞ্চ। জীবনযাপন, সুস্থতা, অর্থ, কর্মক্ষেত্র, ব্যক্তিত্ব বিকাশ, পরিষেবা, সৌন্দর্য, ফ্যাশন, বিনোদন, সৃজনশীল আত্মপ্রকাশ বিষয়ক লেখা ও ভিডিওর এক আধার এই প্ল্যাটফর্ম। মহিলাদের নেতৃত্বাধীন এনজিও এবং অন্যান্য সংস্থার সঙ্গে যুক্ত হওয়ারও সুযোগ রয়েছে। মহিলাদের স্বাস্থ্য, সুস্থতা, শিক্ষা, উদ্যোগ, অর্থ বিষয়ক পরামর্শ এবং নেতৃত্ব সম্পর্কিত প্রশ্নের উত্তরও দেন রিলায়েন্সের বিশেষ বিশেষজ্ঞরা। নতুন বন্ধু তৈরি করা বা কোনও দ্বিধা ছাড়াই সমবয়সীদের থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসারও মাধ্যম এই অ্যাপ৷ বর্তমানে ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতে চালু রয়েছে এই অ্যাপ।