TRENDING:

Small Savings Scheme: PPF, সুকন্যা সমৃদ্ধি-সহ স্মল সেভিংস স্কিমে বদলাচ্ছে সুদের হার? কী জানাল সরকার

Last Updated:

Small Savings Scheme: গ্যারেন্টিড রিটার্ন ও রিস্ক না থাকার কারণে ইনভেস্টমেন্টের জন্য স্মল সেভিংস স্কিমগুলি বেশ জনপ্রিয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ডিসেম্বর ত্রৈমাসিকে স্মল সেভিংস যোজনার (Small Savings Scheme) সুদের হারে কোনওরকমের বদল না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা ও অন্যান্য স্মল সেভিংস স্কিমে আগের রেটেই সুদ মিলবে ৷ এই নিয়ে লাগাতার ছ’টি ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমে সুদের হারে কোনও বদল করা হয়নি ৷ স্মল সেভিংস স্কিমে কেন্দ্র সরকার প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার বদল করে থাকে ৷ গ্যারেন্টিড রিটার্ন ও রিস্ক না থাকার কারণে ইনভেস্টমেন্টের জন্য স্মল সেভিংস স্কিমগুলি বেশ জনপ্রিয় ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/post-office-changes-rules-related-to-savings-bank-account-dc-667969.html

বর্তমানে সুদের হার (Small Savings Scheme)

১. পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ পাওয়া যায়

২. ১ থেকে ৩ বছরের ডিপোজিটে ৫.৫ শতাংশ সুদ

৩. ৫ বছরের ডিপোজিটে মিলবে ৬.৭ শতাংশ সুদ

৪. ৫ বছরের রেকারিং ডিপোজিটে মিলবে ৫.৮ শতাংশ সুদ

৫. ৫ বছরের সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ৭.৪ শতাংশ সুদ

advertisement

৬. ৫ বছরের মান্থলি ইনকাম অ্যাকাউন্টে ৬.৬ শতাংশ

৭. ৫ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৬.৮ শতাংশ সুদ

৮.পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ সুদ মিলবে

৯. কিষান বিকাশ পত্রে ৬.৯ শতাংশ হিসেবে সুদ মিলবে

১০. সুকন্যা সমৃদ্ধি যোজনায় বর্তমানে ৭.৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/petrol-and-diesel-price-hiked-on-1st-october-dc-667960.html

সুকন্যা সমৃদ্ধি যোজনা -

advertisement

মেয়ের ভবিষ্যতের জন্য সেভিংস (Small Savings Scheme) করতে চাইলে সরকারি স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা সবচেয়ে ভাল অপশন৷ এখানে টাকা ইনভেস্ট করলে পেয়ে যাবেন ট্যাক্স ছাড়ও ৷ এই যোজনার জন্য যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ মেয়ে জন্মানোর দিন থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ বছরে এই যোজনায় অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/start-this-business-and-earn-15-lac-rupees-profit-dc-666608.html

কিষান বিকাশ পত্র-

পোস্ট অফিসের এই যোজনায় আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ডবল রিটার্ন ৷ এটি ভারত সরকারের ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম ৷ এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা ইনভেস্ট করলে ডবল হয়ে যাবে ৷ এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাসের হয় ৷ এখানে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ অধিকতম যত ইচ্ছে টাকা ইনভেস্ট করতে পারবেন এখানে ইনভেস্ট করার জন্য ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে ৷ এখানে সিঙ্গল অ্যাকাউন্টের পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷

advertisement

পাবলিক প্রভিডেন্ট ফান্ড-

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে ট্যাক্স ছাড় পাওয়া যায় ৷ ম্যাচিউরিটির পরও পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবেন ৷ এক জনের নামে একটিই পিপিএফ অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্টে বছরে কমপক্ষে ৫০০ টাকা জমা করতে হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Small Savings Scheme: PPF, সুকন্যা সমৃদ্ধি-সহ স্মল সেভিংস স্কিমে বদলাচ্ছে সুদের হার? কী জানাল সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল