আরও পড়ুন: গ্রাহকদের সতর্ক করল PNB! সাইবার ক্রাইম থেকে বাঁচতে কী পদক্ষেপ নেওয়া উচিত?
প্রায় সমস্ত ব্যাঙ্কই পড়ুয়াদের জন্য শিক্ষা ঋণের সুবিধা প্রদান করে এবং সুদের হার প্রত্যেক ব্যাঙ্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। এছাড়া শিক্ষার ধরণ, দেশীয় বা আন্তর্জাতিক কোর্স এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে সুদের হার পরিবর্তন হয়। যেমন বেশ কিছু ব্যাঙ্কের এডুকেশন লোনে শুধুমাত্র ছাত্রীদের জন্য সুদের হার কম হয়।
advertisement
আরও পড়ুন: সাধারনের জন্য স্বস্তি! দেখে নিন আজকে কত হল পেট্রোল ও ডিজেলের দাম....
শিক্ষাক্ষেত্রে মেয়েরাও ছেলেদের চেয়ে কোনও অংশ কম নিয়ে তা বহুবার প্রমাণিত হয়েছে। তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় পারিবারিক আর্থিক টানাপোড়েন এবং পরিস্থিতির চাপে অনেক মেধাবী ছাত্রী পড়াশুনা ছেড়ে দিতে বাধ্য হয়। এই কারণে সরকার অনেকদিন ধরেই মেয়েদের শিক্ষার অধিকারকে সুরক্ষিত করার চেষ্টা করছে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতির জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে, উচ্চশিক্ষা লাভে আগ্রহী ছাত্রীদের শিক্ষা ঋণে ছাড় দেওয়া হবে। তারা এডুকেশন লোনে ছাত্রদের তুলনায় সুদের হারে ০.৫০% ছাড় পাবে। অর্থাৎ, ছাত্রদের জন্য সুদের বার্ষিক সুদের হার ৭% হলে ছাত্রীদের ক্ষেত্রে তা ৬.৫০% হবে।
আরও পড়ুন: কোনও ব্যক্তির মৃত্যুর পর কী হয় তার ব্যাঙ্কের টাকার? সেই টাকার আসল মালিক কে?
প্রথম সারির ব্যাঙ্কগুলির শিক্ষা ঋণে সুদের হার কত?
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI লোন স্কিম - ৮.৬৫%
- কানাড়া ব্যাঙ্ক বিদ্যা সাগর স্কিম (৭.৫ লক্ষ টাকার ওপরে) - ৮.০০%
- কানাড়া ব্যাঙ্ক বিদ্যা শক্তি স্কিম (সর্বোচ্চ ৭.৫ লক্ষ টাঁকা) - ৬.৪০%
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এডুকেশন লোন (৭.৫ লক্ষ টাকার ওপরে) - ৯.২৫%
- PNB সরস্বতী, PNB উড়ান (১০ লক্ষ টাকা পর্যন্ত) - ৯.৭৫%
- PNB কৌশল লোন (১.৫০ লক্ষ টাকা পর্যন্ত) - ৮.৫০%
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র মডেল শিক্ষা ঋণ প্রকল্প (৭.৫ লক্ষ টাকার ওপরে) - ৭.৯৫%