আরও পড়ুন: নতুন বছরে ফিক্সড ডিপোজিট করবেন? জেনে নিন কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে!
ইন্ডাসইন্ড ব্যাঙ্কের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রাহকদের জন্য গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিম আনতে পেরে আমরা আনন্দিত। এটা আমাদের চারপাশের পরিবেশকে আরও সবুজ করে তুলতে সাহায্য করবে। ই-পরিবহন, অপ্রচলিত শক্তি, কৃষি, অরণ্য বৃদ্ধি, বর্জ্য প্রতিস্থাপন, গ্রিন হাউস গ্যাস হ্রাসের মতো এসডিজি ক্যাটাগরির আওতাধীন বিভিন্ন প্রকল্প চালাতে এই অর্থ ব্যয় করা হবে’।
advertisement
ফিক্সড ডিপোজিটে যে সুদের হার দেওয়া হয়, গ্রিন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও তাই থাকবে বলে জানানো হয়েছে। সঙ্গে গ্রাহককে দেওয়া হবে ‘গ্রিন’ সার্টিফিকেট। পাশাপাশি আমানত থেকে প্রাপ্ত অর্থ যে সবুজায়নের জন্য ব্যবহার হচ্ছে তার প্রমাণ স্বরূপ একটি ‘অ্যাসুরেন্স’ সার্টিফিকেটও গ্রাহককে দেওয়া হবে।
বর্তমানে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৬ শতাংশ হারে সুদ দেয় ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট হারে সুদ দেওয়া হয়।
আরও পড়ুন: নতুন বছরে সন্তানের ভবিষ্যৎ হোক সুরক্ষিত, এই বিকল্পে বিনিয়োগ করুন!
গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিমকে গ্রাহকদের সামনে তুলে ধরতে গিয়ে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সিএসআর এবং সাস্টেনেবল ব্যাঙ্কিংয়ের প্রধান রূপা সতীশ বলেন, ‘ভারতের একমাত্র ব্যাঙ্ক হিসেবে আমরাই কার্বন ডিজক্লোসার প্রোজেক্টে ‘ব্র্যান্ড এ’ মাপকাঠি ধরে রেখেছি। গত ৫ বছর ধরে ব্যাঙ্কিং সেক্টরে আমাদের নেতৃত্বদানের ক্ষমতাও দেখছে গোটা দেশ। এবার গ্রাহকদের জন্য আমরা এনেছি গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিম। এর মাধ্যমে গ্রাহকরা একটি পরিচ্ছন্ন এবং উন্নত সমাজ গঠনে নিজেদের অবদান রাখতে পারবেন। খুচরো এবং কর্পোরেট গ্রাহক, উভয়েই গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিমের সুবিধা নিতে পারেন’।
আরও পড়ুন: কলেজ ছাত্রদের জন্য বিনিয়োগে সেরা ৫টি বিকল্প, দেখে নিন এক নজরে!
গ্রিন ফিক্সড ডিপোজিটের বৈশিষ্ট ও সুবিধা
১। বার্ষিক ৬ শতাংশ পর্যন্ত সুদের উচ্চ হার।
২। প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক ০.৫০ শতাংশ অতিরিক্ত রিটার্ন।
৩। ৫ লাখ টাকা পর্যন্ত ডিপোজিটে ডিআইসিজিসি কর্তৃক বীমার সুবিধা।
৪। ম্যাচিওরের আগেই তুলে নিতে চাইলে মাত্র ১ শতাংশ হারে চার্জ কাটা হবে।
৫। নামী সংস্থার থেকে অ্যাসুরেন্স সার্টিফিকেট। সঙ্গে ‘গ্রিন’ শংসাপত্র।
৬। যাঁরা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের গ্রাহক নন, তাঁরাও গ্রিন ফিক্সড ডিপোজিটের সুবিধা নিতে পারবেন।