উত্তরপ্রদেশের এই শহরে এবার দিল্লি, হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ কানপুর ইন্ডিগোর ডোমেস্টিক নেটওয়ার্কে ৭১তম ডেস্টিনেশন ৷ পাশাপাশি চলতি বছরেই এই নিয়ে নতুন ১০টি ডোমেস্টিক রুটে বিমান পরিষেবা শুরু করল ইন্ডিগো ৷
আরও পড়ুন- সকলের চোখের সামনেই যাত্রীদের নিয়ে জলে ডুবল বাস ! মৃত ১, দেখুন ভাইরাল ভিডিও
advertisement
দিল্লি থেকে কানপুর পর্যন্ত সপ্তাহে প্রতিদিন উড়ান পরিষেবা দিলেও হায়দরাবাদ-কানপুর (Hyderabad-Kanpur), কানপুর-হায়দরাবাদ (Kanpur-Hyderabad), বেঙ্গালুরু-কানপুর (Bengaluru-Kanpur), কানপুর-বেঙ্গালুরু (Kanpur-Bengaluru), কানপুর-মুম্বই (Kanpur-Mumbai) এবং মুম্বই-কানপুরে (Mumbai-Kanpur) রবিবার বাদে সপ্তাহে প্রতিদিনই বিমান পরিষেবা চালু করল ইন্ডিগো ৷ এর ফলে উত্তর প্রদেশে (Uttar Pradesh) নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করল ইন্ডিগো ৷ আর কানপুরের যাত্রীদের জন্যও সুখবর ৷ এবার থেকে দিল্লির পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতেও সরাসরি বিমানযাত্রার সুবিধা পাবেন তারা ৷
আরও পড়ুন-৩১ অক্টোবর পর্যন্ত বন্ধই থাকছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা
কানপুর হল উত্তর প্রদেশের সপ্তম শহর, যা এবার যোগ হল ইন্ডিগোর বিমান পরিষেবার নেটওয়ার্কে ৷ এর আগে লখনউ, গোরক্ষপুর, আগরা, বারাণসী, এলাহাবাদ এবং বরেলিতে উড়ান পরিষেবা চালু করেছিল ইন্ডিগো (IndiGo Flights to Lucknow, Varanasi, Allahabad, Gorakhpur, Agra, and Bareilly) ৷ এবার যোগ হল কানপুর (Kanpur) ৷ ৩১ অক্টোবর, ২০২১ থেকে চালু হবে কানপুরের বিমান পরিষেবা ৷ তার জন্য বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ উল্লেখ্য, কানপুরে এর আগে স্পাইসজেট বিমান পরিষেবা দেশের বেশ কয়েকটি শহর থেকে চালু করলেও এবার ইন্ডিগোও সেই তালিকায় যোগ হওয়ায় যাত্রীদের জন্য অবশ্যই তা ভালো খবর ৷