পাশাপাশি মধ্যপ্রদেশের গ্বালিয়রেও (Gwalior) বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ দেশের মধ্যে এটি ইন্ডিগোর ৭০ তম ডেস্টিনেশন ৷ এটিআর এয়ারক্রাফটের মতো ছোট বিমান দিয়েই গ্বালিয়র-দিল্লি (Gwalior-Delhi) এবং গ্বালিয়র-ইনদওর (Gwalior-Indore) রুটে বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ যা শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৷ একটি বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়ছে ইন্ডিগো ৷ এই নতুন রুটে ইন্ডিগোর বিমান পরিষেবা চালু করার কথা কয়েকদিন আগে ট্যুইট করে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ সপ্তাহে প্রতিদিনই দিল্লি-গ্বালিয়র এবং ইনদওর-গ্বালিয়র রুটে চলবে ফ্লাইট ৷
advertisement
ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি ও রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার (Sanjay Kumar) জানান, ‘‘ আমরা খুব খুশি যে ৮টা নতুন ডিরেক্ট ফ্লাইট আমরা চালু করতে পারছি ৷ ডোমেস্টিক নেটওয়ার্ক এর ফলে আরও শক্তিশালী হল সংস্থার ৷ দিল্লি, লখনউ, জয়পুর, দেহরাদুন এবং ইনদওরের মতো রুটগুলির চাহিদা যেভাবে যাত্রীদের মধ্যে বাড়ছে, তাতে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে ৷ আমরা টিকিটের দাম সাধ্যের মধ্যে রেখে, অন টাইম, সেরা পরিষেবা যাত্রীদের দিতে বদ্ধপরিকর ৷’’