আরও পড়ুন-পার্টিতে যাওয়া মেয়েদের এই ছবিতে লুকিয়ে রয়েছে বড় রহস্য; খেয়াল করে দেখলে চমকে উঠবেন!
ইন্ডিগোর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার বাড়তে থাকায় অনেক যাত্রীরাই টিকিট রিশেডিউল করতে বাধ্য হচ্ছেন ৷ তাই সংস্থা এই টিকিট রিশেডিউলিংয়ে কোনও ‘চেঞ্জ ফি’ আপাতত নেবে না ৷ আগামী ৩১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত ইন্ডিগোর সব টিকিটের বুকিংয়েই এই সুবিধা থাকবে ৷ তবে যাত্রা হতে হবে ৩১ মার্চ ২০২২-এর মধ্যে (IndiGo is waiving change fees and is offering free changes for all new and existing bookings made up to 31st January, for flights up to 31st March 2022) ৷
advertisement
এরই পাশাপাশি ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীসংখ্যা কম থাকায় অনেক রুটেই বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে ৷ প্রায় ২০ শতাংশ ফ্লাইট পরিষেবা আপাতত কমিয়ে দিয়েছে ইন্ডিগো ৷
আরও পড়ুন-অসাধারণ মোহময়ী! মহিলাকে দেখেই ছেলেরা তাঁর প্রেমে পড়ে, সত্যিটা জানলেই পালায় !
ফ্লাইট কোথাও ক্যানসেল হলে অন্তত ৭২ ঘণ্টা আগে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে যে তাদের পরবর্তী বিমান কখন এবং কবে ৷ এর ফলে যাত্রীরাও বিমানের টিকিট বদল করতে পারেন ইন্ডিগোর ওয়েবসাইটে প্ল্যান বি-র মাধ্যমে ৷ ইন্ডিগোর কাস্টমার সাপোর্টের কল সেন্টারগুলিও এখন অনেক বেশি পরিমাণে ব্যস্ত ৷ ফোন কলের বদলে তাই যাত্রীদের কোনও প্রয়োজনে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করতেই ইন্ডিগোর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ৷
