TRENDING:

Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান

Last Updated:

Indigo Flight Operation Disrupted: দেশ জুড়ে এক দিনে বাতিল হল বিমানসংস্থা ইন্ডিগোর ২০০-রও বেশি উড়ান ! বদলানো হল একের পর এক বিমানের সময়সূচি। যার জেরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতার মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

advertisement
কলকাতা: যাত্রী ভোগান্তি অব্যাহত ! আজ, বৃহস্পতিবারও কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিগোর ফ্লাইট বাতিল হয়েছে অথবা অস্বাভাবিক দেরিতে চলছে বিমান ৷ কলকাতায় সকাল থেকে ৬টার মুম্বইয়ের ফ্লাইট এবং ৭টা ৫-এর দিল্লির বিমান বাতিল হয়েছে ৷ গতকাল, বুধবারের পর আজ, বৃহস্পতিবারও একই সমস্যা ইন্ডিগো এয়ারলাইন্সের অধিকাংশ বিমানে।
দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান (File Photo)
দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান (File Photo)
advertisement

আরও পড়ুন– কলকাতায় মরশুমের শীতলতম দিন, আজ থেকেই ঠান্ডা রাজ্যে ! কতটা নামবে পারদ, জেনে নিন

কলকাতা থেকে ইন্ডিগোর বিভিন্ন ফ্লাইটে একই রকম সমস্যা হচ্ছে যাওয়া এবং আসার ক্ষেত্রে। চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। অনেক যাত্রীরাই বিমানবন্দরের ভিতরের সহায়তা কেন্দ্রে গিয়ে কথা বলার পরেও কোন সদুত্তর পাচ্ছেন না। এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিরুদ্ধে বুধবারের পর আজ, বৃহস্পতিবারও অসহযোগিতার অভিযোগ যাত্রীদের। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা থেকে অন্যত্র যাওয়ার ক্ষেত্রে তিনটি বিমান বাতিল হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে কলকাতা আসার ক্ষেত্রেও এখনও পর্যন্ত ৬টি বিমানে এই সমস্যা হয়েছে। যত সময়ে বাড়বে ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন– বাবা ড্রাইভার, ছেলে দ্বাদশ শ্রেণীতে জেলায় শীর্ষস্থান অর্জন করে এখন সেরা এনডিএ ক্যাডার

জানা গিয়েছে, ক্রু সঙ্কট, নতুন ডিউটির সময়ের নিয়ম ও প্রযুক্তিগত সমস্যার কারণেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ-সহ দেশের বড় বড় বিমানবন্দরগুলিতে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হতে থাকে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে নতুন ডিউটির সময়ের নিয়ম চালু হতেই ইন্ডিগোয় ব্যাপক পাইলট ও কেবিন ক্রু সঙ্কট দেখা গিয়েছে। পাইলটদের বিমান ওড়ানোর সময় সীমাবদ্ধ হয়ে যেতেই পাইলটের অমিল দেখা গিয়েছে। এমনকী, সম্পূর্ণ রস্টার বা কাজের সময়ের তালিকা বাতিল করতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার ক্রোশজুড়ি, মান রাজাদের স্মৃতি বহনকারী এক রহস্যময় প্রত্নক্ষেত্র
আরও দেখুন

অন্যদিকে, মঙ্গলবার দিল্লি ও পুণে বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়, যার কারণে চেক ইন ও ডিপারচার কন্ট্রোল সিস্টেম ভেঙে পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। সারা দিন ধরেই বিমান দেরিতে ওঠা-নামা করায় বাকি বিমানের সময়ও ওলট-পালট হয়ে যায়। যেখানে ইন্ডিগো নিজে দাবি করে যে তারা দৈনিক ২২০০ বিমান পরিচালন করে, সেখানে বুধবার ১৪০০-রও বেশি বিমান দেরিতে উড়েছে। ডিজিসিএ-র তথ্য অনুযায়ী, গত নভেম্বরে মোট ১২৩২টি বিমান বাতিল হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indigo Flights Cancellations: যাত্রী ভোগান্তি অব্যাহত ! দেশজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা অস্বাভাবিক দেরিতে চলছে ইন্ডিগোর বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল