রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের পুরনো অবস্থায় ফিরে আসবে দূরপাল্লার পরিষেবা। আর সেটা করার জন্যই রবিবার থেকে শুরু করে আগামী সাত দিন রাতে ছ’ঘণ্টার জন্য টিকিট সংরক্ষণ ব্যবস্থা বন্ধ থাকবে। অর্থাৎ ১৪ নভেম্বর মধ্যরাত থেকে শুরু করে ২০-২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দিনে ৬ ঘণ্টা ধরে টিকিট রিজার্ভেশন পরিষেবা বন্ধ থাকবে ৷ রাত ১১টা থেকে শুরু করে ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে পিআরএস বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ৷
advertisement
আরও পড়ুন- Share Market News: আশিস কাচোলিয়ার এই শেয়ার এক মাসেই দিয়েছে ভালো রিটার্ন, দেখে নিন এক নজরে
এই সময়ের মধ্যে কাটা যাবে না টিকিট ৷ পাশাপাশি টিকিট বাতিল বা টিকিট রিজার্ভেশন সংক্রান্ত খোঁজখবর নেওয়া, কোনও কিছুই করা সম্ভব হবে না ৷ অনলাইন বা অফলাইন কোনও ভাবেই টিকিট রিজার্ভেশন আগামী সাত দিন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব হবে না ৷ এমনটাই রেলের তরফে জানানো হয়েছে ৷ তাই যারা রেলের টিকিট বুকিং করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ৷