আরও পড়ুন: নামমাত্র বিনিয়োগে ১০ বছরে হবে ৫০ লাখ টাকা, দেখে নিন কীভাবে!
রেল বোর্ডের উপ নির্দেশক জয় কুমারের তরফে মঙ্গলবার এই সংস্ক্রান্ত এই নোটিস জারি করা হয়েছে সমস্ত জোনে ৷ চিঠিতে জানানো হয়েছে রেল কর্মীদের মহার্ঘ ভাতা বেসিক স্যালারির ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয়েছে ৷ নতুন ডিএ রেট ১ জানুয়ারি ২০২২ থেকে লাগু করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: অনলাইন প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে, এই বিষয়গুলি মাথায় রাখুন!
রেল বোর্ডের উপ নির্দেশক জানিয়েছেন, বকেয়া ডিএ এপ্রিল মাসে মহার্ঘ ভাতা এরিয়ারের সঙ্গে দেওয়া হবে ৷
আরও পড়ুন: সোনা-রুপোর দামে আজ বিপুল পতন, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট....
অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শিব গোপাল মিশ্র নিউজ ১৮ হিন্দিকে (ডিজিটাল) একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্দেশের কপি সমস্ত ইউনিটগুলি পাওয়ার পর মহার্ঘ ভাতা ১ জানুয়ারি ২০২২ থেকে বেসিক স্যালারির ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয়েছে ৷