সোনার শুদ্ধতা কীভাবে যাচাই করবেন ?
আইএসও (Indian Standard Organization)- সোনার শুদ্ধতা যাচাইয়ের জন্য হলমার্ক দিয়ে থাকে ৷ ২৪ ক্যারেট সোনায় ৯৯৯ লেখা থাকে, ২৩ ক্যারেটের সোনায় ৯৫৮, ২২ ক্যারেটে ৯১৬, ২১ ক্যারেট ৮৭৫ ও ১৮ ক্যারেটে ৭৫০ লেখা থাকে ৷ সোনার গয়না সাধারণত ২২ ক্যারেটের হয় ৷ তবে ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করা হয়ে থাকে ৷