Gold Price Today: সোনা-রুপোর দামে আজ বিপুল পতন, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today: বুলিয়ন মার্কেটে ২২ ক্যারেট সোনার দাম পড়ে গিয়ে ৪৮,২৯০ টাকায় ট্রেড করছে ৷
advertisement
advertisement
সোনার শুদ্ধতা কীভাবে যাচাই করবেন ? আইএসও (Indian Standard Organization)-এ তরফে সোনার শুদ্ধতা যাচাইয়ের জন্য হলমার্ক দিয়ে থাকে ৷ ২৪ ক্যারেট সোনায় ৯৯৯ লেখা থাকে, ২৩ ক্যারেটের সোনায় ৯৫৮, ২২ ক্যারেটে ৯১৬, ২১ ক্যারেট ৮৭৫ ও ১৮ ক্যারেটে ৭৫০ লেখা থাকে ৷ সোনার গয়না সাধারণত ২২ ক্যারেটের হয় ৷ তবে ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement