TRENDING:

কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি, ভরসা জাগছে পুরুলিয়ার বিড়ি শ্রমিকদের, বেতন থেকে ওভারটাইমে বড় বদল!

Last Updated:

India New Labour Code: কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার বিড়ি শ্রমিকেরা। জেলার ঝালদা, কোটশিলা, আড়সা জয়পুর বিভিন্ন ব্লক গুলিতে বিপুল পরিমাণে বিড়ি তৈরি হয়। তাই জঙ্গলমহলের আর্থসামাজিক অবস্থায় বিড়ি শ্রমিকদের অবদান যথেষ্ট রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝালদা, পুরুলিয়া: জঙ্গলমহল পুরুলিয়ার একটা বড় অংশ জুড়ে বিড়ি শিল্পের চাহিদা রয়েছে। এখানে বহু বিড়ি শ্রমিক বিড়ি তৈরি করেই জীবন জীবিকা নির্বাহ করেন। তাঁদের জীবনের সঙ্গে যুক্ত এই শিল্প।
advertisement

কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার বিড়ি শ্রমিকেরা। জেলার ঝালদা, কোটশিলা, আড়সা জয়পুর বিভিন্ন ব্লক গুলিতে বিপুল পরিমাণে বিড়ি তৈরি হয়। তাই জঙ্গলমহলের আর্থসামাজিক অবস্থায় বিড়ি শ্রমিকদের অবদান যথেষ্ট রয়েছে।

আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বড় মাইলস্টোন পেরল রাজ্য…! কারা করতে পারবেন আবেদন? কী কী সুবিধা পাবেন পড়ুয়ারা? জানুন খুঁটিনাটি

advertisement

ঝালদায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তাদের জন্য গড়ে উঠেছে বিড়ি শ্রমিক হাসপাতাল। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম নীতিতে বিড়ি শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ।

View More

আরও পড়ুন: একটাও পোকা থাকবে না…! ৫ কেজি ১০ কেজির চালের বস্তায় ছিটিয়ে দিন একমুঠো, ২ টাকার ঘরোয়া জিনিস দেখাবে ম্যাজিক

নতুন শ্রম নীতি অনুসারে, বিড়ি শ্রমিকদের কাজের সময় নির্দিষ্ট করা হয়েছে। সঠিক সময় বেতন ও ওভারটাইমের কথাও বলা হয়েছে। ন্যূনতম মজুরি নির্দিষ্ট করা হয়েছে। ‌ এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন এই আইন বিড়ি শ্রমিকেরা আশার আলো দেখছেন।

advertisement

আরও পড়ুন: টি-শার্টের ‘T’ শব্দের ‘অর্থ’ কী জানেন…? প্রশ্ন শুনেই ভ্যাবাচ্যাঁকা খাচ্ছেন, চমকে দেবে ‘উত্তর’!

এ বিষয়ে বিড়ি শ্রমিক ধীরেন রজক ও অঞ্জনা রজক বলেন, নতুন এই শ্রম আইন লাগু হলে তাদের অনেকটাই উপকার হবে। বিড়ি বেঁধেই তাদের জীবন চলে। অনেক সময়তেই ধার-দেনা করতে হয়। অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তাদের। নতুন এই আইন যদি চালু হয় তাহলে আর্থিকভাবে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তাদের পক্ষে এই আইন হিতকর হবে বলেই মনে করছেন তারা।

advertisement

কেন্দু পাতা দিয়ে বিড়ি তৈরি এবং সরবরাহের উপর নির্ভরশীল এই শিল্প। স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিড়ি শিল্প। বহু মানুষ, বিশেষ করে মহিলারা, এই শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত শ্রম আইনে কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন বিড়ি শ্রমিকেরা। ‌

সেরা ভিডিও

আরও দেখুন
কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি, ভরসা জাগছে পুরুলিয়ার বিড়ি শ্রমিকদের, এল বড় বদল!
আরও দেখুন

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি, ভরসা জাগছে পুরুলিয়ার বিড়ি শ্রমিকদের, বেতন থেকে ওভারটাইমে বড় বদল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল