TRENDING:

Income Tax New Regime: নতুন বছরে হিসেব থাক স্পষ্ট, এক নজরে দেখে নিন ইনকাম ট্যাক্সের নতুন নিয়মাবলী

Last Updated:

Income Tax New Regime: ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল, শিক্ষা, হোম লোন ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড় এবং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আর্থিক বর্ষ ২০২০-২১-এর জন্য ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম কার্যকর হয়েছে ২০২০ সালের ১ এপ্রিল থেকে। ইনকাম ট্যাক্স আইন ১৯৬১-এর সেকশন ১১৫বিএসি অনুযায়ী নতুন নিয়ম জারি করা হয়েছে। ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল, শিক্ষা, হোম লোন ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড় এবং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। টাকার পরিমাণের ওপর সুদের পরিমাণ কম-বেশি করা হয়েছে।
advertisement

এক নজরে দেখে নেওয়া যাক নতুন ইনকাম ট্যাক্সের নিয়ম।

- ২.৫ লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স রেট ০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট জিরো।

আরও পড়ুন- মার্কিন মুলুকেও বাজিমাত! নিউইয়র্কের বিখ্যাত হোটেলের মালিকানা রিলায়েন্সের

- ২.৫ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ৫ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ৫.২০ শতাংশ।

advertisement

- ৫ লাখ টাকা থেকে ৭.৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ১০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ১০.৪০ শতাংশ।

- ৭.৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ১৫ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ১৫.৬০ শতাংশ।

- ১০ লাখ টাকা থেকে ১২.৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ২০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ২০.৬০ শতাংশ।

advertisement

- ১২.৫ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ২৫ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ২৬.০০ শতাংশ।

- ১৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ জিরো এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩১.২০ শতাংশ।

- ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ১০ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩৪.৩২ শতাংশ।

advertisement

আরও পড়ুন- প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমে সেরা হোম লোনের সুবিধা দেয় দেশের এই ব্যাঙ্কগুলি

- ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ১৫ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩৫.৮৮ শতাংশ।

- ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ২৫ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৩৯.০০ শতাংশ।

advertisement

- ৫ কোটি টাকার বেশি আয়ে ট্যাক্স রেট ৩০ শতাংশ, সারচার্জ ৩৭ শতাংশ এবং এফেকটিভ ট্যাক্স রেট ৪২.৭৪ শতাংশ।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

ইনকাম ট্যাক্সের নতুন নিয়ম অনুযায়ী সেকশন ২৪, সেকশন ৮০সি এবং সেকশন ৮০ডি-এর মাধ্যমে বিভিন্ন ধরনের ছাড় পাওয়া যেতে পারে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax New Regime: নতুন বছরে হিসেব থাক স্পষ্ট, এক নজরে দেখে নিন ইনকাম ট্যাক্সের নতুন নিয়মাবলী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল