TRENDING:

Multibagger Penny Stock: ১ বছরে ১ লাখ টাকা হয়ে গিয়েছে ২০ লাখ টাকা; এক নজরে জেনে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক নিয়ে!

Last Updated:

মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার হোল্ডাররা পেয়েছে প্রায় ২০০০ শতাংশ রিটার্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শেয়ার বাজারে বিনিয়োগে কিছুটা ঝুঁকি থাকলেও, এখানে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের মাল্টিব্যাগার পেনি স্টক তাদের বিনিয়োগকারীদের দিচ্ছে মোটা রিটার্ন। সম্প্রতি এমনই একটি মাল্টিব্যাগার পেনি স্টক তার বিনিয়োগকারীদের করেছে মালামাল। ২০২১ সালের মাল্টিব্যাগার পেনি স্টকের মধ্যে সেটি হল কসমো ফেরাইটস। এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটস (Cosmo Ferrites) ১ বছরে ১২ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার হোল্ডাররা পেয়েছে প্রায় ২০০০ শতাংশ রিটার্ন।
advertisement

আরও পড়ুন: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বেসরকারিকরণ এজেন্ডা উসকে দিতে সফল হবেন?

কসমো ফেরাইটস স্টকের ইতিহাস

বিগত ১ মাসে মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটস ২২৫.৭০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার হোল্ডাররা প্রায় ৬ শতাংশ রিটার্ন পেয়েছে। বিগত ৬ মাসে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার ২৮.৩০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭৫০ শতাংশ। কিন্তু বিগত ১ বছরে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ হাজার শতাংশ। ২০২১ সালের জানুয়ারি মাসে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম ছিল মাত্র ১২ টাকা। তখনকার সঙ্গে এখনকার তুলনা করলে দেখা যাবে যে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম প্রায় ২০ গুণ বেড়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: পেশ হতে চলেছে ১ ফেব্রুয়ারি; এক নজরে দেখে নিন ২০২২ সালের বাজেটের কিছু জরুরি তথ্য!

বৃদ্ধির পরিমাণ

কোনও বিনিয়োগকারী যদি ১ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ১.০৬ লাখ টাকা। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ৬ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ৮.৫০ লাখ টাকা।

advertisement

আরও পড়ন: সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! নতুন শ্রম আইনে সবুজ সংকেত ১৩ রাজ্যের...

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কোনও বিনিয়োগকারী যদি ২০২১ সালের শুরুতে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ২০ লাখ টাকা। এই ভাবেই মাল্টিব্যাগার পেনি স্টকে বিনিয়োগ করে পাওয়া যায় কয়েক গুণ রিটার্ন। কিন্তু বিনিয়োগ করার আগে সেই স্টক সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Penny Stock: ১ বছরে ১ লাখ টাকা হয়ে গিয়েছে ২০ লাখ টাকা; এক নজরে জেনে নিন এই মাল্টিব্যাগার পেনি স্টক নিয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল