আরও পড়ুন: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বেসরকারিকরণ এজেন্ডা উসকে দিতে সফল হবেন?
কসমো ফেরাইটস স্টকের ইতিহাস
বিগত ১ মাসে মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটস ২২৫.৭০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার হোল্ডাররা প্রায় ৬ শতাংশ রিটার্ন পেয়েছে। বিগত ৬ মাসে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ার ২৮.৩০ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪০ টাকায়। এর ফলে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭৫০ শতাংশ। কিন্তু বিগত ১ বছরে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ হাজার শতাংশ। ২০২১ সালের জানুয়ারি মাসে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম ছিল মাত্র ১২ টাকা। তখনকার সঙ্গে এখনকার তুলনা করলে দেখা যাবে যে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারের দাম প্রায় ২০ গুণ বেড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: পেশ হতে চলেছে ১ ফেব্রুয়ারি; এক নজরে দেখে নিন ২০২২ সালের বাজেটের কিছু জরুরি তথ্য!
বৃদ্ধির পরিমাণ
কোনও বিনিয়োগকারী যদি ১ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ১.০৬ লাখ টাকা। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ৬ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ৮.৫০ লাখ টাকা।
আরও পড়ন: সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! নতুন শ্রম আইনে সবুজ সংকেত ১৩ রাজ্যের...
কোনও বিনিয়োগকারী যদি ২০২১ সালের শুরুতে এই মাল্টিব্যাগার পেনি স্টক কসমো ফেরাইটসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন সে রিটার্ন পাবে প্রায় ২০ লাখ টাকা। এই ভাবেই মাল্টিব্যাগার পেনি স্টকে বিনিয়োগ করে পাওয়া যায় কয়েক গুণ রিটার্ন। কিন্তু বিনিয়োগ করার আগে সেই স্টক সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার।