পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, কয়েক বছর আগেও মানুষকে তেমন হাসপাতালের চক্কর কাটতে দেখা যেত না। অথচ এই বিষয়টায় আমূল বদল এসেছে। এখন বাচ্চা থেকে বয়স্ক - সকলকেই কোনও না-কোনও জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়। আর হাসপাতালে ভর্তি হওয়া মানেই তো বিশাল একটা খরচের বোঝা। আর এই বোঝা যাতে কিছুটা লাঘব করা যায়, তার জন্য প্রয়োজন একটা ভাল স্বাস্থ্য বিমা।
advertisement
আরও পড়ুন: Union Budget 2023: তারিখ, সময়, প্রত্যাশা, কখন এবং কোথায় লাইভ দেখবেন? জেনে নিন এখানে
এক জনের কত পরিমাণ স্বাস্থ্য বিমা নেওয়া উচিত?
যাঁরা জীবনের প্রথম পর্বে স্বাস্থ্য বিমা নিচ্ছেন, তাঁদের সাধারণত ৩ লক্ষেরও বেশি কভারেজ যুক্ত স্বাস্থ্য বিমা নেওয়া উচিত। যদি কোনও অসুস্থতা থাকে, তার কারণে যে বিমা কভারেজের প্রয়োজন, সেটা মেটাতেই সাহায্য করে এই স্বাস্থ্য বিমা। এর পাশাপাশি বয়স কম থাকাকালীন ক্লেম করার তেমন কোনও সম্ভাবনা থাকে না। ফলে নো-ক্লেম বোনাস অথবা কিউম্যুলেটিভ বোনাস উপভোগ করার উচ্চ সম্ভাবনা থাকে। যার মানে হচ্ছে, বিমা করা অর্থের পরিমাণ বছরে বেড়ে হতে পারে প্রায় ২০০ শতাংশ পর্যন্ত।
আরও পড়ুন: বাড়ল না পড়ল? আজ কত যাচ্ছে সোনা-রুপোর দাম ? দেখে নিন এখানে
পরিবারের জন্য কত পরিমাণ স্বাস্থ্য বিমা করা উচিত?
আসলে বার্ষিক মেডিকেল ইনফ্লেশনের পরিমাণ ১৫ শতাংশ হতে পারে। গত এক দশক ধরে আবার স্বাস্থ্য খাতে খরচ অত্যন্ত বেড়েছে। আর এই অবস্থায় যে কোনও বয়সের মানুষের একটা স্বাস্থ্য বিমা না-থাকা কিন্তু যথেষ্ট ঝুঁকির বিষয়। কারণ এটা না-থাকলে অসুস্থ হলে তার খরচের বিশাল বোঝা কাঁধে চাপবে। ফলে পরিবারের বাজেটে সেটা বিশাল প্রভাব ফেলবে। এই পরিস্থিতির মোকাবিলা করতে একটা স্বাস্থ্য বিমা থাকা বাঞ্ছনীয়। অধিকাংশ ভারতীয় পরিবারই প্রায় ৭ থেকে ৯ লক্ষ টাকার কভারেজযুক্ত বিমা নিয়ে থাকে। ২টি বাচ্চা এবং ২ জন প্রাপ্তবয়স্কের জন্য বিমা করা অর্থের পরিমাণ হওয়া উচিত ১০ লক্ষ।
প্রবীণ অথবা মা-বাবাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য বিমা:
কভারেজের মাত্রা বাড়ানোর জন্য বাস্তবসম্মত হয়ে বিচার করতে হবে। একটা সাধারণ সার্জিক্যাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার ক্ষেত্রে খরচ হতে পারে প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত। শুধু তা-ই নয়, আজকের দিনে আবার একটা বাইপাস সার্জারির জন্য খরচ হতে পারে প্রায় ২ লক্ষ টাকা। আর আগামী ৫ বছরে এই খরচ বাড়তে চলেছে। তাই হয়তো আজ যে পরিমাণ বিমা করা অর্থ যথেষ্ট বলে মনে হচ্ছে, পরের কিছু বছরে তা না-ও মনে হতে পারে। তাই মা-বাবা অথবা পরিবারের প্রবীণ সদস্যদের জন্য উচ্চ কভারেজ যুক্ত বিমা নেওয়া উচিত। অবশ্যই তাঁদের বয়সের হিসেব মাথায় রেখে।