৫২ সপ্তাহের উচ্চতায় বন্ধ হয়েছে কোম্পানির শেয়ার -
এই কোম্পানির শেয়ার বাজারের ইতিহাসের ওপর নজর দিলে দেখা যাবে যে, বিএসই-তে এই শেয়ার শুক্রবার ৪৯৮.৬০ টাকায় পৌঁছে গিয়েছে। এই শেয়ার ৫২ সপ্তাহ উচ্চতায় বন্ধ হয়েছে। বৃহস্পতিবারেই এই শেয়ারের ৪.৯৯ শতাংশ বৃদ্ধি হয়েছিল। বিগত পাঁচ বছরে এই শেয়ার তেজ গতিতে এগিয়ে চলেছে। ২০১৯ সালের ২০ মার্চ এই শেয়ার ৫.৮২ টাকায় বন্ধ হয়েছিল।
advertisement
আরো পড়ুন- আগামিকাল মহালয়ায় কি প্রবল বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, জেনে নিন তর্পণে যাওয়ার আগেই
২০ বছরের বেশি সময়ের কোম্পানি -
এটি ২০ বছরের পুরনো একটি কোম্পানি। এই কোম্পানি বিগত ২০ বছর ধরে সোলার সিস্টেম ডিজাইনিং, ইনস্টলেশন এবং ইমপ্লিমেন্ট করে চলেছে। সোলার সিস্টেমের বাজারে এটি জনপ্রিয় একটি নাম।
পাঁচ বছরে ১ লাখ টাকা হয়েছে ৮৫.৬৭ লাখ টাকা -
বর্তমান বাজারে এই শেয়ার এখনও পর্যন্ত ৮৪৬৭.০১% বৃদ্ধি পেয়েছে। বার্ষিক আঁধারে এই কোম্পানির শেয়ার ১৫০.৯৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যদি কোনও বিনিয়োগকারী এই শেয়ারে পাঁচ বছর আগে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন ৮৫.৬৭ লাখ টাকায় পৌঁছে গিয়েছে।
বিগত এক বছরে দিয়েছে ৮৫০.৬২ শতাংশ রিটার্ন -
২০২১ সালের ২৪ সেপ্টেম্বর এই শেয়ারের দর ছিল ৫২.২৪ টাকা। এক বছরে এই শেয়ার ৮৫০.৬২ শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি এক বছর আগে এই শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন ৯.৫০ লাখ টাকায় পৌঁছে গিয়েছে।
এই বছর কোম্পানির শেয়ার -
২০২২ সালের ৩ জানুয়ারি এই কোম্পানির শেয়ারের দর ছিল ১৮৪.২০ টাকা। বর্তমান সময়ে এই শেয়ার ১৭০.৬৮ শতাংশ রিটার্ন দিচ্ছে। অন্য দিকে, ২০২২ সালে এখনও পর্যন্ত সেনসেক্সে ১.৮ শতাংশ পতন হয়েছে। অর্থাৎ কোনও বিনিয়োগকারী যদি এই বছরের শুরুতে এই শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই টাকা এখন ২.৭০ লাখ টাকা হয়ে গিয়েছে। বিগত ছয় মাসে এই শেয়ারে ৫১.৭৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। বিগত মাসে এই শেয়ারে ৩৯.৭৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। একই ভাবে, বিগত ৫ দিনে এই শেয়ার ২১.৬৮ শতাংশ বৃদ্ধি হয়েছে।