আরও পড়ুন: PNB গ্রাহকদের জন্য সুখবর, এবার ভিডিও কলের মাধ্যমে জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট
ফুয়েল পয়েন্টস রিডিম করে পেতে পারেন বার্ষিক ৫০ লিটার পর্যন্ত তেল
এই ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা আইওসিএল আউটলেটে ফুয়েল পয়েন্ট নামে রিওয়ার্ড পয়েন্টস পেতে পারেন ৷ এই কার্ডের মাধ্যমে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে পেমেন্ট করলে আপনার বিলের ৫ শতাংশ ফুয়েল পয়েন্ট হিসেবে পাবেন ৷ ফুয়েল পয়েন্টস রিডিম করে গ্রাহকরা বার্ষিক ৫০ লিটার পর্যন্ত ফুয়েল পেতে পারেন ৷
advertisement
আরও পড়ুন: Alert! বুস্টার ডোজের নামে OTP চাইছে প্রতারকরা, দিলেই খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
কার্ডের বিশেষ কিছু ফিচার্স-
১. এই কার্ডের মাধ্যমে ফুয়েল কিনলে যত টারা খরচা হবে তার ৫ শতাংশ ফুয়েল পয়েন্ট হিসেবে পেয়ে যাবেন ৷ ইন্ডিয়ান অয়েলের আউটলেটে প্রথম ৬ মাসে আপনি সর্বোচ্চ ৫০ ফুয়েল পয়েন্টস পেতে পারেন ৷ ৬ মাস পর অধিকতম ১৫০ ফুয়েল পয়েন্টস পেতে পারেন ৷
২. এই কার্ডের মাধ্যমে গ্রসারি ও বিল পেমেন্ট করলে মিলবে ৫ শতাংশ ফুয়েল পয়েন্টস ৷ এই দুটি ক্যাটাগরিতে আপনি অধিকতম ১০০ ফুয়েল পয়েন্ট পেতে পারেন ৷
৩. অন্যান্য ক্যাটাগরিতে আপনি ১৫০ টাকা খরচ করে ১ ফুয়েল পয়েন্ট পেতে পারেন ৷
দিতে হবে না ১ শতাংশ ফুয়েল সরচার্জ
পেট্রোল পাম্পে কমপক্ষে ৪০০ টাকার ফুয়েল কিনলে এবং এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১ শতাংশ ফুয়েল সরচার্জ দিতে হবে না ৷ একটি বিলিং সাইকেলে অধিকতম ২৫০ টাকার ফুয়েল সরচার্জ ছাড় পাওয়া যেতে পারে ৷
আরও পড়ুন: সাধারনের জন্য বড় ধাক্কা! বিপুল দাম বাড়তে চলেছে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের...
কার্ডের বার্ষিক ফি বছরে ৫০০ টাকা-
কার্ডের জয়েনিং এবং রিনিউওয়াল মেম্বারশিপ ফি ৫০০ টাকা ৷ এই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য আপনি এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইটে hdfcbank.com আবেদন করতে পারবেন ৷ এছাড়া নিকটবর্তী ব্রাঞ্চে গিয়েও কার্ডের জন্য আবেদন করা যেতে পারে ৷