TRENDING:

আপনার কাছে ৫০০ টাকার এই নোট রয়েছে ? তাহলে হয়ে যেতে পারেন বিপুল টাকার মালিক

Last Updated:

৫০০ টাকার এই নোট অনলাইনে নিলাম করে বাড়িতে বসেই বিপুল টাকা আয় করতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আপনার কাছে ৫০০ টাকার এই পুরনো নোট (500 rs old note) থাকলে বাড়িতে বসেই হয়ে যেতে পারবেন মালামাল ৷ ২০১৬ সালে কেন্দ্র সরকারের তরফে ৫০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু তা সত্ত্বেও বাজারে এই নোটের এখনও প্রচুর মূল্য ৷ ৫০০ টাকার এই নোট অনলাইনে নিলাম করে বাড়িতে বসেই বিপুল টাকা আয় করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: এবার গোল্ড হলমার্কিং সেন্টার খুলে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা.....

নোট সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-

নোট ছাপার দায়িত্ব থাকে রিজার্ভ ব্যাঙ্কের উপরে ৷ একটি প্যাটার্ন ঠিক করা হয় এবং সেই অনুযায়ী নোট ছাপা হয়ে থাকে ৷ এর জন্য সমস্ত নোটই এক ধরনের দেখতে হয় ৷ কিন্তু নোট ছাপার সময় কোনও নোটে কোনও ভুল থাকলে এবং সেটি বাজারে চলে এলে সেটি বিশেষ হয়ে যায় ৷ এবং এই এরকম মোট কয়েক গুণ বেশি টাকা দিয়ে কিনতে রাজি হয়ে যান অনেকেই ৷

advertisement

আরও পড়ুন: আরও ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, শীঘ্রই চেক করে নিন আজকে ১০ গ্রামের দাম

এই সিরিয়াল নম্বরের হতে হবে নোট -

আপনার কাছে পুরনো ৫০০ টাকার নোট থাকলে অবশ্যই চেক করে নিন এর সিরিয়াল নম্বর কত ৷ নোটে সিরিয়াল নম্বর দু’বার ছাপা থাকলে সেই নোটের দাম ৫০০০ টাকা ৷ এছাড়া ৫০০ টাকার নোটের একটা কোনা বড় হলে সেই নোটের দাম ১০,০০০ টাকা হতে পারে ৷

advertisement

আরও পড়ুন: ১২ দিন পরই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, লিস্টে আপনার নাম আছে তো ? চেক করে নিন...

কীভাবে করবেন অনলাইন নিলামি?

-- ওয়েবসাই oldindiancoins.com-এ যেতে হবে

-- নিজেকে বিক্রেতা হিসেবে রেজিস্টার করাতে হবে

-- নিজের রেজিস্ট্রেশন করানোর পর আপনার কাছে থাকা ৫০০ টাকার নোটের ছবি অনলাইনে আপলোড করতে হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

-- ইচ্ছুক ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে কথা বলতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার কাছে ৫০০ টাকার এই নোট রয়েছে ? তাহলে হয়ে যেতে পারেন বিপুল টাকার মালিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল