উত্তরাখণ্ড সরকার চলতি বছরে মে মাসে এই সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর Antyodaya কার্ড হোল্ডারদের ৩টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে ৷ এর জেরে মোট ৫৫ কোটি টাকার বোঝা নিতে হবে রাজ্য সরকারকে ৷ ক্যাবিনেট বৈঠকের পর মিডিয়ার তরফে জানানো হয়েছে, মুখ্য সচীব সুখবীর সিংহ সন্ধু জানিয়েছেন, এই সিদ্ধান্তের জেরে মোট ১৮৪১৪২ Antyodaya কার্ড হোল্ডাররা লাভবান হবেন ৷ আরও জানানো হয়েছে মন্ত্রী পরিষদ আগের অর্থবর্ষের মতো গম কেনার উপরে কৃষকদের ২০ টাকা প্রতি ক্যুইন্টাল বোনাস জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
আরও পড়ুন: কমল অশোধিত তেলের দাম, দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
কারা পাবেন প্রতি বছর ৩টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে
- সুবিধাভোগীদের উত্তরাখণ্ডের বাসিন্দা হতে হবে
- পাশাপাশি সুবিধাভোগীদের Antyodaya কার্ড হোল্ডার হতে হবে
- Antyodaya কার্ড গ্যাস কানেকশন কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে
আরও পড়ুন: চাল, ডাল, আটা এই ভাবে কিনলে আর গুনতে হবে না জিএসটি! সাফ জানালেন অর্থমন্ত্রী
কীভাবে বিনামূল্যে পাবেন এলপিজি সিলিন্ডার
উত্তরখণ্ড সরকারের তরফে চালানো এই যোজনার লাভ নেওয়ার জন্য আপনাকে Antyodaya কার্ড হোল্ডার হতে হবে ৷ কার্ডটি গ্যাস কানেকশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে ৷ জুলাই মাসের মধ্যে রেশন ও গ্যাস কানেকশনের কার্ড লিঙ্ক করতে হবে ৷ লিঙ্ক করানো না থাকলে এই সুবিধা মিলবে না ৷