উত্তরপ্রদেশের প্রায় ৩৩ লক্ষ কৃষকরা পিএম কিষান যোজনার ১২তম কিস্তির টাকা পায়নি ৷ যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাঁদের সাহায্য করার উদ্দেশ্যে যোগী আদিত্যনাথের সরকার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: আজ বাতিল হয়েছে ১৫২টি ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে চেক করে নিন ট্রেনের স্টেটাস
আরও পড়ুন: দীপাবলি-ধনতেরসের আগে আরও সস্তা হল সোনা, চেক করে নিন আজকের লেটেস্ট দাম
advertisement
উত্তরপ্রদেশ সরকার পিএম কিষান যোজনার ১২তম কিস্তি থেকে বঞ্চিত কৃষকদের জন্য টোল ফ্রি নম্বর (PM kisan Yojana Toll Free No.) জারি করা হয়েছে ৷ এই নম্বরে কল করে কৃষকরা পিএম কিষান যোজনা সংক্রান্ত সমস্ত সম্যার সমাধান পেয়ে যাবেন ৷ এর পাশাপাশি হেল্পডেস্ক খোলা হবে বলে জানা গিয়েছে ৷
কল করুন এখানে-
উত্তরপ্রদেশে কৃষকরা টোল ফ্রি নম্বর 18001801488-এ কল করে সমস্যার সমাধান পেয়ে যাবেন ৷ ১২তম কিস্তির টাকা না এলে পিএম কিষান যোজনার হেল্পলাইন নম্বর 155261 বা 1800115526 বা 011-23381092 কল করে যোগাযোগ করতে হবে ৷ এছাড়া ই-মেল আইডি pmkisan-ict@gov.in-তে গিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷