বর্তমান সময়ে অ্যাডেনিয়াম গাছের ব্যাপক চাহিদা। বহু রংয়ের ফুল এবং ফুলের বাহার, যা সহজে দৃষ্টি আকর্ষণ করে। আর এই গাছ আরও বেশি পছন্দ হওয়ার অন্যতম কারণ খুব অল্প সময়ে বা কম যত্নের পরিচর্যা। বাগান সাজাতে অধিকাংশ মানুষই পছন্দ করেন অ্যাডেনিয়াম। কিন্তু পরিচর্যা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর সেই দিক থেকেই অ্যাডেনিয়াম গাছ অনেক বেশি সুবিধাজনক মনে করেন।
advertisement
আরও পড়ুন: বোঝো কাণ্ড! রাস্তার মধ্যে দাঁড়িয়ে গজরাজ, থমকে গেল যান চলাচল, ডুয়ার্সে তুলকালাম
অভিশাম, আরবিয়ান, আবিশিকাম বিভিন্ন ধরনের রয়েছে তাদের দাম বিভিন্ন রকমের। অভিশিকাম প্রজাতির গাছ সব থেকে বেশি দামি। এ প্রসঙ্গে অভিজ্ঞ অ্যাডেনিয়াম বাগান মালিক নিরঞ্জন কুমার জানান, ‘পাইকারি দরে গাছ কিনে গাছ বিক্রি ব্যবসা করা যেতে পারে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে তার থেকেও বেশি লাভের হতে পারে নিজে গাছ তৈরি করে বিক্রি, এমনটাও জানিয়েছেন তিনি। কেননা এতে ক্রেতার হাতে সঠিক গাছ দেওয়া যায় তাতে ব্যবসা সুদৃঢ় হয়। গাছ তৈরির জন্য কমপক্ষে দেড় থেকে দু’বছর বয়সী গাছ কাটিং করার উপযুক্ত। তাতে খুব অল্প সময়ে চার থেকে ছয় মাসে ফুল পাওয়া যায়।





