TRENDING:

ইন্টারনেট ছাড়াও UPI ট্রানজাকশন? UPI 123-পে কী ভাবে ব্যবহার করতে হয় জানেন তো?

Last Updated:

দেখে নেওয়া যাক তাহলে কীভাবে ব্যবহার করতে হয় ইউপিআই ১২৩পে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা সংক্ষেপে ইউপিআই শুরুর দিকে অনেক দিন পর্যন্ত ছিল শুধু অনলাইন মানি ট্রানজাকশনের মাধ্যম। তবে যে হারে এর জনপ্রিয়তা বেড়ে চলেছে দেশে, তা দেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি বছরের শুরুতেই এনেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তৈরি ইউপিআই ১২৩পে। এই বিকল্প ইন্টারনেট কানেশন ছাড়াও কাজ করে, মানে ফিচার ফোনেও ব্যবহার করতে অসুবিধে নেই।
advertisement

দেখে নেওয়া যাক তাহলে কীভাবে ব্যবহার করতে হয় ইউপিআই ১২৩পে। তবে সবার আগে একটা ইউপিআই আইডি তৈরি জরুরি। এর জন্য-

আরও পড়ুন: মাস্কের ট্যুইটে নমস্তে! মুহূর্তে ভাইরাল ভারতীয় শব্দ, ইতিহাসটা জানা আছে তো?

- ব্যাঙ্কে যে মোবাইল নম্বর দেওয়া আছে, সেখান থেকে এই আইভি নম্বরের যে কোনও একটা ডায়াল করতে হবে- 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200

advertisement

- যে ব্যাঙ্কের অধীনে ইউপিআই আইডি তৈরি করা দরকার, তা ফোন কলে উল্লেখ করতে হবে

- ব্যাঙ্কে যা যা অ্যাকাউন্ট আছে, তার মধ্যে থেকে একটা বেছে নিতে হবে

- এবার নিজের পছন্দের একটা ৪ ডিজিটের ইউপিআই পিন তৈরি করতে হবে

- এর জন্য ব্যাঙ্কের ডেবিট কার্ডের শেষ ৬ সংখ্যা এবং মোবাইলে আসা ওটিপি এন্টার করতে হবে

advertisement

- ডেটা ভ্যালিডেট হয়ে গেলে পিন তৈরি হয়ে যাবে, মানে ইউপিআই আইডি-ও এবার তৈরি

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য বাম্পার খবর! ভোজ্যতেলের দাম সস্তা, নতুন দাম চমকে দেবে

এবার দেখা যাক টাকা ট্রানজাশনের বিষয়টা, এর জন্য-

- রেজিস্টার্ড ফোন নম্বর থেকে এর মধ্যে যে কোনও এক আইভি নম্বরে কল করতে হবে- 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200

advertisement

- বেছে নিতে হবে পেমেন্ট টাইপ

- এগুলি হল- মানি ট্রান্সফার, মার্চেন্ট পেমেন্ট, ব্যালেন্স চেক, মোবাইল রিচার্জ, ফাসট্যাগ রিচার্জ, সেটিংস অ্যান্ড ম্যানেজ অ্যাকাউন্ট

- টাকা পাঠাতে হলে বেছে নিতে হবে মানি ট্রান্সফার

- এবার যাঁকে পাঠানো হবে টাকা, তাঁর নম্বর টাইপ করতে হবে

- সব তথ্য কনফার্ম করে যত টাকা পাঠানো হবে, তা টাইপ করতে হবে

advertisement

- ইউপিআই পিন টাইপ করতে হবে, এতেই অ্যাকাউন্ট থেকে ওই অঙ্কের টাকা কাটা যাবে এবং যাঁকে পাঠানো হচ্ছে তিনি তা পেয়ে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

উপরের এই পদ্ধতি সবচেয়ে সহজ। তবে কেউ চাইলে অ্যাপ ক্যাপাবিলিটি, মিসড কল এবং প্রক্সিমিটি সাউন্ড-বেসড পরিষেবার মাধ্যমেও ইন্টারনেট ছাড়াই ইউপিআই ১২৩পে ব্যবহার করতে টাকা লেনদেন করতে পারেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইন্টারনেট ছাড়াও UPI ট্রানজাকশন? UPI 123-পে কী ভাবে ব্যবহার করতে হয় জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল