TRENDING:

ইপিএফ অ্যাকাউন্টে KYC আপডেট করুন এখনই, না হলে বন্ধ হয়ে যেতে পারে সুদের টাকা!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক অনলাইনে কেওয়াইসি আপডেট করার উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO নিয়ে এসেছে 'Know Your Customer KYC' আপডেট। এর মাধ্যমে কর্মীরা অনলাইনে নিজেদের কেওয়াইসি আপডেট করতে পারবে। এমপ্লয়মেন্ট প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অনলাইন পোর্টাল epfindia.gov.in- এর মাধ্যমে কেওয়াইসি আপডেট করা যাবে।
advertisement

আরও পড়ুন: বাইজু’স-এর সঙ্গে গাঁটছড়া মেসির, ৫.৫ মিলিয়ন শিশুর শিক্ষাদানে নতুন দিগন্ত

যে সকল কর্মীর এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই, তাঁদের ক্লেম রিকোয়েস্ট রিজেক্ট করা হতে পারে। ঘরে বসেই নিজেদের কেওয়াইসি UAN নম্বরের মাধ্যমে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালে গিয়ে আপডেট করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক অনলাইনে কেওয়াইসি আপডেট করার উপায়।

advertisement

আরও পড়ুন: শপিংপ্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ! শহরে ২টি ফ্যাশন ফ্যাক্টরি রিলায়েন্স রিটেলের

অনলাইনে কেওয়াইসি আপডেট করার উপায় -

- সবার প্রথমে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পোর্টালে যেতে হবে।

- এরপর নিজেদের ১২ সংখ্যার UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এন্টার করে লগইন করতে হবে।

- লগইন করার পর একটি নতুন পেজ খুলবে। যেখানে ম্যানেজ লেখা থাকবে।

advertisement

- এরপর কেওয়াইসি অপশন সিলেক্ট করতে হবে।

- এরপর একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট টাইপের লিস্ট দেখা যাবে। এরপর ডকুমেন্ট নম্বর, ব্যাঙ্কের ডিটেলস, ব্যাঙ্কের আইএফএসসি কোড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এন্টার করতে হবে।

- এরপর সেভ অপশনে ক্লিক করতে হবে।

- এরপর 'KYC Pending for Approval' কলামে কেওয়াইসি ডকুমেন্টের স্টেটাস দেখা যাবে।

advertisement

- এরপর আধিকারিকদের দ্বারা সেই ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পর Digitally Approved KYC স্টেটাস দেখা যাবে। একই সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বরেও এসএমএস পাঠানো হবে।

কেওয়াইসি আপডেটের জন্য জরুরি ডকুমেন্ট -

কেওয়াইসি আপডেটের জন্য আধার নম্বর, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির প্রয়োজন হবে।

advertisement

সুদের টাকা -

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

জেনে রাখা দরকার যে, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের কর্মীদের অ্যাকাউন্টে সুদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৩১ অক্টোবর ট্যুইট করে সেই সম্পর্কে জানিয়েছে। এই সংগঠন একজন ইউজারদের প্রশ্নের উত্তরে জানিয়েছে যে, সুদের টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি সকল কর্মীদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে যে, কর্মীদের সুদের টাকায় কোনও ক্ষতি হবে না।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইপিএফ অ্যাকাউন্টে KYC আপডেট করুন এখনই, না হলে বন্ধ হয়ে যেতে পারে সুদের টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল