বাইজু’স-এর সঙ্গে গাঁটছড়া মেসির, ৫.৫ মিলিয়ন শিশুর শিক্ষাদানে নতুন দিগন্ত

Last Updated:

বাইজু’স-এর বিশ্বাস মেসির অবিচল কর্তব্য জ্ঞান, খেলা নিরীক্ষণ আর শেখার প্রতি ভালবাসার কারণে মেসি সারা বিশ্বের কয়েক মিলিয়ন অল্পবয়সি ছেলেমেয়ের আদর্শ মেন্টর হবেন।

#বেঙ্গালুরু: বাইজু’স-এর ‘এডুকেশন ফর অল’ সামাজিক উদ্যোগের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর লিওনেল মেসি! ৫.৫ মিলিয়ন ভারতীয় এবার নিজেদের কণ্ঠ খুঁজে পাবেন পৃথিবীর সবচেয়ে আইকনিক খেলোয়াড় লিওনেল মেসির মধ্যে। BYJU’S EFA হল বাইজু’স-এর অলাভজনক বিভাগ। এই মুহূর্তে সারা দেশের ৫.৫ মিলিয়ন শিশুকে পরিষেবা দান করছে এই সংস্থার 'সোশ্যাল ইম্প্যাক্ট আর্ম'।
৪ নভেম্বর, শুক্রবার, বেঙ্গালুরুতে বিশ্বের অগ্রগণ্য শিক্ষা প্রযুক্তি কোম্পানি বাইজু’স তাদের 'সোশ্যাল ইম্প্যাক্ট আর্ম' এডুকেশন ফর অলের প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করল ফুটবল তারকা ও সারা বিশ্বের আইকন ফুটবলার লিওনেল 'লিও' মেসিকে। প্যারিস সা জাঁ ক্লাবের ফুটবলার এবং আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক মেসি পক্ষপাতহীন শিক্ষার প্রচার করতে বাইজু’স-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন।
advertisement
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের সঙ্গে বাইজু’স-এর এই গাঁটছড়ার ফলে সারা পৃথিবীতে শিক্ষাকে সকলের নাগালে নিয়ে আসা, পক্ষপাতহীন করা এবং সাধ্যের মধ্যে আনা সম্ভব হয়েছে। এর আগে এ বছর বাইজু’স কাতারে FIFA World Cup 2022-এর অফিসিয়াল স্পনসর হিসেবে নিদর্শন তৈরি সৃষ্টি করেছে। সারা বিশ্বে ফুটবল ভক্তের সংখ্যা প্রায় ৩.৫ বিলিয়ন আর লিওনেল মেসির সোশ্যাল মিডিয়া অনুগামীর সংখ্যা প্রায় ৪৫০ মিলিয়ন। এই দীর্ঘমেয়াদি পথ চলা শুরু হচ্ছে আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক হিসাবে লায়োনেল মেসি FIFA World Cup 2022 জেতার জন্য তাঁর চূড়ান্ত অভিযান আরম্ভ করার সঙ্গে সঙ্গে। তাঁকে বাইজু’স এডুকেশন ফর অল ক্যাম্পেইনে অংশ নিতে দেখা যাবে।
advertisement
advertisement
বাইজু’স লিওনেল মেসিকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী’ বলে মনে করে, যাঁর অনবরত শিখে চলার উদ্যম দেখিয়ে দিয়েছে, ফুটবলে কত কী সম্ভব!
বহু লোকের মতে পৃথিবীর সেরা পাসার, সেরা ড্রিবলার এবং সেরা ফ্রি-কিক নেওয়া ফুটবলার, সাতবার ব্যালন ডি’ওর জয়ী মেসি তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর শেখার প্রতি দায়বদ্ধতাকে। বাইজু’স-এর বিশ্বাস তাঁর অবিচল কর্তব্য জ্ঞান, খেলা নিরীক্ষণ আর শেখার প্রতি ভালবাসার কারণে মেসি সারা বিশ্বের কয়েক মিলিয়ন অল্পবয়সি ছেলেমেয়ের আদর্শ মেন্টর হবেন।
advertisement
এই ঘোষণা সম্পর্কে দিব্যা গোকুলনাথ, বাইজু’স কো-ফাউন্ডার, বলেন “আমরা গ্লোবাল অ্যাম্বাসাডর হিসাবে লিওনেল মেসির সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত। তাঁর বিরল প্রতিভা, শতকরা একশো ভাগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা, বিনয় এবং নির্ভরতা বাইজু’স-এর ব্র্যান্ড ভ্যালুর সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। তিনি তৃণমূল স্তর থেকে এসে সর্বকালের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। বাইজু’স এডুকেশন ফর অল ঠিক এই ধরনের সুযোগ তৈরি করতে চায় প্রায় ৫.৫ মিলিয়ন শিশুর জন্য। সর্বকালের সেরা খেলোয়াড়ই যে সর্বকালের সেরা শিক্ষার্থী, এটা তো জানাই কথা। আমি নিশ্চিত আমাদের এই জুটি সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আরও ভাল করে শিখতে উদ্বুদ্ধ করবে। ফুটবল ভক্তরা তো জানেনই, মেসি আপনার দলে থাকলে সবকিছুই সম্ভব।''
advertisement
লিওনেল মেসিও আত্মবিশ্বাসী যে বাইজু’স এডুকেশন ফর অল-এর সঙ্গে তাঁর জুটি সারা পৃথিবীর তরুণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবে। তাঁর কথায়, ''আমি বাইজু’স-এর সঙ্গে জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছি কারণ শিক্ষার প্রেমে পড়ানোর উদ্দেশ্য নিয়ে চলছে তারা। আর তা আমার মূল্যবোধের সঙ্গে নিখুঁতভাবে মিলে যায়। উচ্চমানের শিক্ষা জীবন বদলে দেয়, আর বাইজু’স পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কেরিয়ারের গতিপথ বদলে দিয়েছে। আশা করি আমি তরুণ শিক্ষার্থীদের শীর্ষে উঠতে এবং সেখানেই টিকে থাকতে উদ্বুদ্ধ করতে পারব।''
advertisement
এছাড়া মেসি নিজের দাতব্য সংগঠনও চালান, যার নাম 'লিও মেসি ফাউন্ডেশন'। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন মনে করে সব শিশুর নিজের স্বপ্নপূরণের সমান অধিকার রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাইজু’স-এর সঙ্গে গাঁটছড়া মেসির, ৫.৫ মিলিয়ন শিশুর শিক্ষাদানে নতুন দিগন্ত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement