TRENDING:

চাকরি বদলালে কীভাবে অনলাইনে ট্রান্সফার করবেন PF, দেখে নিন কী করতে হবে

Last Updated:

(PF Account Transfer) অনলাইনে কীভাবে ট্রান্সফার করবেন পিএফ ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চাকরি বদলালে পিএফ-এর  (PF Account Transfer)টাকা কী হবে? তুলে নেওয়া হবে না ট্রান্সফার করা হবে তা নিয়ে টেনশন চলতেই থাকে ৷ তবে পিএফ-এর টাকা তুলে নেওয়ার থেকে ট্রান্সফার করে নেওয়ায় বুদ্ধিমানের কাজ বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷
নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) গুয়াহাটিতে বৈঠকে বসেছিল। সেখানেই অর্থ মন্ত্রকের কাছে চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থের উপর সুদের হার ৮.১% করার সুপারিশ রাখা হয়। আর সেই সুপারিশ মেনেই ইপিএফের সুদ কমানোর সিদ্ধান্তে সায় দিয়েছে অর্থ মন্ত্রক। এখন প্রশ্ন হল এর ফলে আপনি আপনি কতটা ধাক্কা খাবেন?
নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) গুয়াহাটিতে বৈঠকে বসেছিল। সেখানেই অর্থ মন্ত্রকের কাছে চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থের উপর সুদের হার ৮.১% করার সুপারিশ রাখা হয়। আর সেই সুপারিশ মেনেই ইপিএফের সুদ কমানোর সিদ্ধান্তে সায় দিয়েছে অর্থ মন্ত্রক। এখন প্রশ্ন হল এর ফলে আপনি আপনি কতটা ধাক্কা খাবেন?
advertisement

আপনি ইপিএফও-র সদস্য হলে অনলাইনে পিএফ ট্রান্সফার করতে পারবেন সহজেই ৷ চাকরি বদলালে পুরো পিএফ অ্যাকাউন্টের টাকা নতুন সংস্থার ইপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় ৷ টাকা ট্রান্সফার করলে পিএফের মোট টাকার উপরে বেশি সুদ পাবেন ৷ দেখে নিন কীভাবে ট্রান্সফার করবেন পিএফ (PF Account Transfer) ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/are-central-government-employees-going-to-get-18-month-da-arrear-along-with-diwali-bonus-dc-669836.html

advertisement

অনলাইনে কীভাবে ট্রান্সফার করবেন পিএফ  (PF Account Transfer)?

  1. সবার প্রথমে EPFO-এর ওয়েবসাইটে UAN নম্বর ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে
  2. EPFO ওয়েবসাইটে গিয়ে অনলাইন পরিষেবায় গিয়ে একজন সদস্য একজন ইপিএফ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে
  3. এখানে আবার UAN নম্বর বা পুরনো ইপিএফ মেম্বর আইডি দিতে হবে ৷ এর জেরে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানতে পারবেন
  4. advertisement

  5. ট্রান্সফার করার জন্য পুরনো বা নয়া সংস্থা সিলেক্ট করতে হবে
  6. এরপর পুরনো অ্যাকাউন্ট সিলেক্ট করে ওটিপি জেনারেট করতে হবে
  7. ওটিপি দিতেই টাকা ট্রান্সফারের অপশন চলে আসবে
  8. আপনি ট্র্যাক ক্লেম স্টেটাসে অনলাইনে স্টেটাস দেখতে পাবেন
  9. এরপর নতুন সংস্থায় কাগজপত্র জমা দিতে হবে
  10. advertisement

অনলাইনে আবেদন জমা দেওয়ার ১০ দিনের মধ্যে সংস্থায় PDF ফাইলে অনলাইন পিএফ ট্রান্সফারের আবেদনের সেল্ফ অ্যাটাস্টেড কপি জমা দিতে হবে ৷ সংস্থার তরফে অনুমতি দেওয়া হলে পিএফ নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/astrology/scorpio-aquarius-virgo-gemini-and-aries-are-five-zodiac-signs-who-are-difficult-to-handle-tc-dc-669698.html

বেসরকারি সংস্থার কর্মীদের ইপিএফও-র তরফে একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় ৷ যখন কোনও ব্যক্তি এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরি বদলায় তখন কেবল ইউএএন নম্বর দিতে হয় ৷ এরপর নতুন সংস্থায় আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/check-whether-lpg-subsidy-is-credited-in-your-bank-account-dc-669792.html

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকরি বদলালে কীভাবে অনলাইনে ট্রান্সফার করবেন PF, দেখে নিন কী করতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল