আপনি ইপিএফও-র সদস্য হলে অনলাইনে পিএফ ট্রান্সফার করতে পারবেন সহজেই ৷ চাকরি বদলালে পুরো পিএফ অ্যাকাউন্টের টাকা নতুন সংস্থার ইপিএফ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় ৷ টাকা ট্রান্সফার করলে পিএফের মোট টাকার উপরে বেশি সুদ পাবেন ৷ দেখে নিন কীভাবে ট্রান্সফার করবেন পিএফ (PF Account Transfer) ৷
advertisement
অনলাইনে কীভাবে ট্রান্সফার করবেন পিএফ (PF Account Transfer)?
- সবার প্রথমে EPFO-এর ওয়েবসাইটে UAN নম্বর ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে
- EPFO ওয়েবসাইটে গিয়ে অনলাইন পরিষেবায় গিয়ে একজন সদস্য একজন ইপিএফ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে
- এখানে আবার UAN নম্বর বা পুরনো ইপিএফ মেম্বর আইডি দিতে হবে ৷ এর জেরে আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানতে পারবেন
- ট্রান্সফার করার জন্য পুরনো বা নয়া সংস্থা সিলেক্ট করতে হবে
- এরপর পুরনো অ্যাকাউন্ট সিলেক্ট করে ওটিপি জেনারেট করতে হবে
- ওটিপি দিতেই টাকা ট্রান্সফারের অপশন চলে আসবে
- আপনি ট্র্যাক ক্লেম স্টেটাসে অনলাইনে স্টেটাস দেখতে পাবেন
- এরপর নতুন সংস্থায় কাগজপত্র জমা দিতে হবে
অনলাইনে আবেদন জমা দেওয়ার ১০ দিনের মধ্যে সংস্থায় PDF ফাইলে অনলাইন পিএফ ট্রান্সফারের আবেদনের সেল্ফ অ্যাটাস্টেড কপি জমা দিতে হবে ৷ সংস্থার তরফে অনুমতি দেওয়া হলে পিএফ নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷
বেসরকারি সংস্থার কর্মীদের ইপিএফও-র তরফে একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় ৷ যখন কোনও ব্যক্তি এক সংস্থা থেকে অন্য সংস্থায় চাকরি বদলায় তখন কেবল ইউএএন নম্বর দিতে হয় ৷ এরপর নতুন সংস্থায় আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে ৷