Horoscopes: ভাঙবেন তবু মচকাবেন না! এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের সামলানো মহা ঝক্কি!

Last Updated:

জ্যোতিষশাস্ত্র বলছে এরকম পাঁচটি রাশি আছে যাদের সামলানো বেশ কঠিন; দেখে নেওয়া যাক তারা কারা!

কোন কোন রাশির উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে?

বৃষভ রাশিতে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। সেই কারণে বৃষভ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সিংহ, মেষ এবং বৃশ্চিক রাশির জাতকদের। এই সময় ওই রাশির জাতকদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে।
কোন কোন রাশির উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে? বৃষভ রাশিতে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। সেই কারণে বৃষভ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সিংহ, মেষ এবং বৃশ্চিক রাশির জাতকদের। এই সময় ওই রাশির জাতকদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে।
#কলকাতা: আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কিছু লোক আছে যাদের সঙ্গে ঠিক তাল মেলানো যায় না। এই মানুষেরা নাটুকে হয় এবং ঝামেলা পছন্দ করে। এদের সামলানো বেশ বিরক্তিকর। জ্যোতিষশাস্ত্র বলছে এরকম পাঁচটি রাশি আছে যাদের সামলানো বেশ কঠিন; দেখে নেওয়া যাক তারা কারা!
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
এদের চলার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে এরা রেয়াত করে না। এরা উগ্র এবং স্বার্থপর স্বভাবের হয়। যেখানে এদের নিজেদের কোনও ফায়দা নেই সেই পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেয় না। সমঝোতা করা বৃশ্চিকের স্বভাব নয়।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
আপাত দৃষ্টিতে এই জাতক-জাতিকাদের বন্ধুত্বপূর্ণ স্বভাবের এবং সহজ সরল মনে হয়। যদিও এরা সেরকম হয় না। এদের সামলানো কঠিন কারণ এরা স্পর্শকাতর স্বভাবের হয়। কুম্ভর মধ্যে কোনও সহমর্মিতা কাজ করে না। এদের মনের কথা কেউ বুঝতে পারে না। কিন্তু এরা দাবি করে যে সবাইকে এদের মনের কথা বুঝতে হবে।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
কেউ এদের কোনও সমালোচনা করলেই এরা রেগে যায়। কন্যা রাশি যথেষ্ট স্বার্থপর স্বভাবের হয় এবং সহজে কাউকে সাহায্য করতে চায় না। এরা মনে করে যে এরা সব জানে তাই সব মানুষকেই এরা নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য এরা ভয় পাওয়া বা চোট পাওয়ার ভান করে। এরা ক্রমাগত বিভ্রান্ত হয় তাই এদের মনোযোগ ধরে রাখা খুব কঠিন। কিন্তু মিথুন রাশিকে এই কথা জানালেই তারা সেই ব্যক্তির জীবন দুর্বিষহ করে তুলবে।
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
ঝামেলা পাকাতে এবং ইতিমধ্যে ঘটেছে এমন কোনও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে মেষ রাশির জাতক ও জাতিকারা ওস্তাদ। এরা সব সময় ঝগড়া ও তর্ক করার বাহানা খুঁজতে শুরু করে। নিজেদের ছাড়া এরা অন্যদের বিষয়ে একদমই মাথা ঘামায় না। তাই এই ভাবে রাস্তাঘাটে বা যখন-তখন আগ বাড়িয়ে ঝামেলায় জড়ানো নিয়ে কে কী ভাবছে তারা সেটা ভাবে না। এদের ধৈর্য কম এবং এরা কখনওই নিজেদের দোষ স্বীকার করে না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscopes: ভাঙবেন তবু মচকাবেন না! এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের সামলানো মহা ঝক্কি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement