আরও পড়ুন: গাড়ি কেনার জন্য আপনি কী লোন পাবেন ? জেনে নিন আগে....
HDFC ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
- HDFC ব্যাঙ্কের বর্তমান কার লোনের মূল্যের ১৫০% পর্যন্ত টপ-লোন হিসেবে পাওয়া যেতে পারে।
- ব্যাঙ্কের এই টপ-আপ লোনের সুবিধা পেতে হলে গ্রাহকের কমপক্ষে ৯ মাসের মাসিক কিস্তি পরিশোধের রেকর্ড ভালো থাকতে হবে। বিদ্যমান গাড়ির লোনের EMI শোধের স্টেটমেন্ট পরিষ্কার থাকতে হবে।
- টপ-আপ লোনে ব্যাঙ্ক গ্রাহককে কত টাকা পর্যন্ত ঋণ হিসেবে প্রদান করবে, তা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। বর্তমান লোন পরিশোধের রেকর্ড, বয়স, গাড়ির মডেল এবং লোনের প্রয়োজনীয়তা ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় লোনের অর্থরাশি।
- গ্রাহক যদি অন্য কোনও ব্যাঙ্কের কাছে কার লোন নিয়ে থাকেন, সে ক্ষেত্রেও HDFC ব্যাঙ্ক ওই গ্রাহককে টপ-আপ লোন ঋণ প্রদান করবে। যাঁদের HDFC ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, একমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন।
- HDFC ব্যাঙ্কের নেটব্যাঙ্কিং পেজে লগিন করে বা HDFC ব্যাঙ্কের ATM ব্যবহার করে বিদ্যমান কার লোনের ওপর টপ-আপ লোনের আবেদন করতে পারবেন।
- টপ-আপ লোনের আবেদনে ব্যাঙ্ক পুনরায় গাড়ি পরিদর্শন না-ও করতে পারে, কারণ তাদের কাছে দেওয়া কার লোনের নথির ভিত্তিতে ঋণদাতা সাধারণত গাড়ির অবস্থা বিচার করে।
- অন্য ব্যাঙ্কের কার লোনের উপর HDFC টপ-আপ লোন নিতে চাইলে সোজাসুজি ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: এলআইসির এই সুপারহিট পলিসিতে মাত্র ১৩০ টাকা বিনিয়োগ করলেই পাবেন ₹২৭ লক্ষ
ICICI ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
- ঘরবাড়ি পরিচর্যা, বিবাহ অথবা ব্যবসার অতিরিক্ত খরচের জন্য ICICI ব্যাঙ্ক গাড়ির লোনের উপর টপ-আপ লোনের সুবিধা প্রদান করে।
- ICICI ব্যাঙ্কে টপ-লোনের আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং দ্রুত, বেশি নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হয় না।
- যাঁরা ICICI ব্যাঙ্ক থেকে কার লোন নিয়েছেন, তাঁরা এই পরিষেবা নিতে পারবেন।
- ICICI ব্যাঙ্কের টপ-আপ লোনের সুদের হার সাধারণত বার্ষিক ৯.৩৫% থেকে শুরু হয়।
- ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট, গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করে বা নিকটবর্তী ICICI ব্রাঞ্চে গিয়ে এই ব্যাঙ্কের টপ-আপ লোনের জন্য আবেদন করা যেতে পারে।
advertisement
আরও পড়ুন: ব্যালেন্স না থাকলেও জনধন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন ১০ হাজার টাকা
অ্যাক্সিস ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
- অ্যাক্সিস ব্যাঙ্কের কার লোনের উপর টপ-আপ লোনে গাড়ির মূল্যের ৫০% অবধি ঋণ হিসেবে পাওয়া যায়।
- অ্যাক্সিস ব্যাঙ্কের টপ-আপ লোনের সুদের হার বার্ষিক ১৩.৯৯% থেকে শুরু হয়।
- গাড়ির লোনের উপর অ্যাক্সিস ব্যাঙ্ক টপ-আপ লোন হিসেবে ন্যূনতম ১ লক্ষ টাকা ঋণ নিতে হবে।
- এই ব্যাঙ্কের গ্রাহকরা কোনও নথিপত্র ছাড়াই প্রাক-অনুমোদিত টপ-আপ লোনের সুবিধা গ্রহণ করতে পারেন।
- অ্যাক্সিস ব্যাঙ্কের কার লোনের উপর ভিত্তি করে নেওয়া টপ-আপ লোনে নগদ ঋণ নেওয়ার সুবিধা রয়েছে।
- ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা ব্যাঙ্কে গিয়ে অ্যাক্সিস টপ-আপ লোনের জন্য আবেদন করতে হবে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিদ্যমান কার লোনের উপর টপ-আপ লোন:
- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক গ্রাহকদের সাধারণত দুই ধরনের টপ-আপ লোনের সুবিধা প্রদান করে-- কোটাক প্রাইম ট্র্যাক রেকর্ড (KPTR) এবং রিপ্লাস (Replus)।
- কোটাক প্রাইম ট্র্যাক রেকর্ড (KPTR) শুধুমাত্র এই ব্যাঙ্কের বিশ্বস্ত কোটাক মাহিন্দ্রা প্রাইম গ্রাহকদের জন্য। গাড়ির লোন পরিশোধ করার ক্ষেত্রে যাঁদের ভালো রেকর্ড রয়েছে, শুধুমাত্র তাঁরাই এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।
- রিপ্লাস হল, একটি ‘টু ইন ওয়ান’ অফার। যেখানে গ্রাহকরা ব্যক্তিগত লোন অথবা পুনরায় লোন নিতে পারবেন। এই অফারটি বর্তমান গাড়ির লোনের উপর ভিত্তি করে পূর্ব অনুমোদিত হয়।
- এই ব্যাঙ্কে টপ-আপ লোন পেতে বিদ্যমান কার লোনের বয়স ন্যূনতম ১২ মাস হতে হবে এবং মাসিক কিস্তি পরিশোধের রেকর্ড ভালো হতে হবে।
- এই ব্যাঙ্কে টপ-আপ লোন পরিশোধের মেয়াদ ১২ মাস, ২৪ মাস এবং ৩৬ মাস পর্যন্ত হতে পারে।
- টপ-আপ লোনে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সর্বোচ্চ ২৫টি EMI-তে ঋণ পরিশোধ করার সুবিধা প্রদান করে।
- আবেদনের জন্য অনলাইন-অফলাইন, দুই রকম সুবিধাই রয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2021 8:03 AM IST