TRENDING:

LIC পলিসির সঙ্গে লিঙ্ক করাতে হবে আধারের, অনলাইন-অফলাইনে কীভাবে সম্ভব? জানুন এখনই!

Last Updated:

অফলাইন এবং অনলাইন- উভয় পদ্ধতিতেই গ্রাহকরা তাঁদের এলআইসি পলিসির সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এলআইসি পলিসির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। এলআইসির ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে। ইনস্যুরেন্স রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া আগেই বিবৃতি দিয়ে এলআইসি-র সঙ্গে আধার যোগের বিষয়টি বাধ্যতামূলক করেছিল এবং বিমাকারীদের সেই নিয়ম মেনে চলার নির্দেশিকাও জারি করেছিল। এবার সেই পদক্ষেপই কার্যকর করতে তৎপর এলআইসি।
advertisement

আরও পড়ুন: বাজারে আইপিও আনছে এলআইসি, পলিসি থাকলে যে ৫ বিষয় আপনাকে জানতেই হবে!

ভারতীয় জীবন বিমা নিগম দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা। বাজারের দখলের নিরিখে এলআইসি-র ধারেকাছে কেউ নেই। অফলাইন এবং অনলাইন- উভয় পদ্ধতিতেই গ্রাহকরা তাঁদের এলআইসি পলিসির সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন। এখানে জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

advertisement

আরও পড়ুন: নিউ জীবন মঙ্গল, মাত্র ৬০ টাকা বিনিয়োগেই LIC পলিসি! জানুন বিস্তারিত!

অনলাইনে এলআইসি পলিসির সঙ্গে আধার লিঙ্ক করার পদ্ধতি:

১। প্রথমে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২। এবার ‘লিঙ্ক আধার অ্যান্ড প্যান টু পলিসি’ অপশন ক্লিক করতে হবে।

৩। এই লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে। পেজে এলআইসি পলিসির সঙ্গে আধার ও প্যান লিংকের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা আছে। পুরোটা খুঁটিয়ে পড়ার পরে 'প্রসিড'-এ ক্লিক করতে হবে।

advertisement

৪। তারপর ফর্মের মধ্যে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়ার পর, একটি মেসেজ আসবে। সেখানে বলা হবে পলিসির সঙ্গে আধার যোগের প্রক্রিয়াটি সফলভাবে নথিভুক্ত হয়েছে।

৫। এবার ডিক্লারেশনে ক্লিক করে ক্যাপচা কোড এন্টার করতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘গেট ওটিপি’-তে।

৬। ওটিপি সাবমিট করার পরে লিঙ্কের জন্য রেজিস্ট্রেশনের মেসেজ আসবে।

৭। ইউআইডিএআই-এর থেকে এলআইসি নথি যাচাই করার পরে এসএমএস বা ইমেলের মাধ্যমে নিশ্চিতকরণের মেসেজ পাঠাবে। ভেরিফিকেশনের জন্য কয়েক দিন লেগে যেতে পারে।

advertisement

আরও পড়ুন: ভারতের অর্থনীতিতে বিপুল প্রভাব! যুদ্ধের ফলে পাল্টে যাবে সব, বলছে পূর্বাভাস

অফলাইনে এলআইসি-র সঙ্গে আধার লিঙ্ক করার পদ্ধতি

১। এলআইসি-র ওয়েবসাইট থেকে পলিসি এবং আধার লিঙ্ক করার ফর্ম ডাউনলোড করতে হবে। এই ফর্ম এলআইসি-র প্রতিটি ব্রাঞ্চ অফিসেও পাওয়া যায়। সেখান থেকেও সংগ্রহ করে নেওয়া যায়।

২। ফর্মটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথির (আধার এবং প্যান কার্ড বা ফর্ম ৬০) ফটোকপি সেল্ফ-অ্যাটেস্টেড করে এলআইসি শাখা অফিসে সংশ্লিষ্ট অফিসারের কাছে জমা দিতে হবে।

advertisement

৩। এলআইসি পলিসির সঙ্গে আধার লিঙ্ক হলে সংশ্লিষ্ট বিমাকারীর মোবাইল নম্বরে একটি কনফার্মেশন মেসেজ যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৪। আধারের সঙ্গে এলআইসি পলিসি লিঙ্ক হতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC পলিসির সঙ্গে লিঙ্ক করাতে হবে আধারের, অনলাইন-অফলাইনে কীভাবে সম্ভব? জানুন এখনই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল