আরও পড়ুন- গলায় মালা দিয়ে মন্দিরে রণবীর আলিয়া! বিয়ের তারিখ জিজ্ঞেস করতেই বললেন...
PAN ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, স্থাবর সম্পত্তি কেনা বা পরিচয় প্রমাণের মতো বিভিন্ন কাজেই ব্যবহার করা হয়। ফলে যারা তাদের আধার ও প্যান লিঙ্ক (Aadhaar-PAN Linking) করেননি তাদের একাধিক সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে। বৈধ PAN ছাড়া এই কাজগুলির কোনওটাই করা যাবে না, আর নিষ্ক্রিয় PAN থাকা না থাকার সমান। একবার PAN নিষ্ক্রিয় (PAN Aadhaar Link Last Date) হয়ে গেলে আর্থিক লেনদেন করার বিষয়টি সীমাবদ্ধ হয়ে যাবে এবং 272B ধারার অধীনে তার ১০০০ টাকা অবধি জরিমানা হবে৷
advertisement
যাদের আয়কর পোর্টালের অ্যাক্সেস নেই তারা এসএমএসের মাধ্যমেও লিঙ্ক করতে পারেন। আপনি আপনার রেজিস্টারড ফোন নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে মেসেজ করতে পারেন।
আরও পড়ুন- গরমে ভিড় ঠাসা লোকাল ট্রেনে সফর করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী? নিমেষে ভাইরাল ভিডিও
প্যান-আধার লিঙ্ক (Aadhaar-PAN Linking) করা আছে কিনা কীভাবে জানবেন?
১) প্রথমে, আয়কর বিভাগের অফিশিয়াল সাইট - www.incometax.gov.in-এ যান।
২) Quick Links অপশনে যান। সেখান থেকে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ ক্লিক করুন।
৩) তার পরে, আপনার কম্পিউটার বা মোবাইলে একটি নতুন স্ক্রিন খুলবে। সঠিক স্থানে আপনার প্যান এবং আধার নম্বর লিখতে হবে।
৪) এরপরে 'ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস' অপশনে ক্লিক করুন।
৫) আপনার আধার-প্যান লিঙ্কের অবস্থা পেজে দেখা যাবে।