আরও পড়ুন: ভারতের আকাশ কী ভাবে সুরক্ষিত রাখবে রাশিয়ান এস- ৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম?
UIDAI এর তরফে জানানো হয়েছে, আধার কার্ড ডাউনলোড করার জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক নয় ৷ মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করানো না থাকলে ইউআইডিএআই-এর ওয়েবসাইট uidai.gov.in এ লগইন করে ১২ অঙ্কের আধার কার্ড সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: সরকারের সঙ্গে বিনামূল্যে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে হবে মোটা আয়
মোবাইল নম্বর ছাড়া অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন আধার কার্ড
- প্রথমে UIDAI এর ওয়েবসাইটে uidai.gov.in লগইন করতে হবে
- এরপর My Aadhaar বিকল্প সিলেক্ট করতে হবে
- এবার Order Aadhaar Reprint এ ক্লিক করতে হবে
- ১২ ডিজিটের আধার সংখ্যা বা ১৬ অঙ্কের VID নম্বর দিয়ে সিকিউরিটি কোড দিতে হবে
- এরপর ‘My Mobile number is not registered’ অপশনে ক্লিক করতে হবে
- এবার মোবাইল নম্বর দিন যেটা আধারের সঙ্গে রেজিস্টার্ড নয়
- Send OTP-তে ক্লিক করতে হবে
- নিয়ম ও শর্তাবলীর বক্সে চেক ইন করতে হবে
- এবার Submit বটনে ক্লিক করতে হবে
- অথেন্টিকেশনের পর আপনার কম্পিউটার মনিটরে ‘Preview Aadhaar Letter’ আসবে
- এরপর আধার ডাউনলোডের জন্য পেমেন্ট করতে হবে
- এবার ই-আধারের পিডিএফ ডাউনলোড করতে পারবেন
আরও পড়ুন: WhatsApp-এর Beta ভার্সন; ডাউনলোড করা যাবে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই!
UIDAI কার্ডের সুরক্ষার কথা মাথায় রেখে Aadhaar PVC কার্ড চালু করেছে ৷ আধার কার্ড হোল্ডার UIDAI এর ওয়েবসাইট থেকে নয়া PVC Card অর্ডার করতে পারবেন ৷ UIDAI এর তরফে জানানো হয়েছে PVC Card এর সাইজ অনেকটাই ছোট হওয়ায় সহজেই ওয়ালেটে নিয়ে বেরোন যায় ৷