TRENDING:

অনলাইনে UAN-এর সঙ্গে KYC লিঙ্ক করবেন কীভাবে? দেখে নিন বিস্তারিত!

Last Updated:

ইউএএন মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। এটা একটা ১২ ডিজিটের সংখ্যা যা প্রত্যেক ইপিএফও সদস্যকে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইউএএন মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। এটা একটা ১২ ডিজিটের সংখ্যা যা প্রত্যেক ইপিএফও সদস্যকে দেওয়া হয়। এই সংখ্যার মাধ্যমে কর্মচারী তাঁর পিএফ অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন। পিএফ অ্যাকাউন্ট কী অবস্থায় আছে সে সম্পর্কেও জানা যায়। এই নম্বরটি ভারত সরকারের অধীনস্থ কর্মসংস্থান ও শ্রমমন্ত্রকের তরফে জারি করা হয়।
advertisement

আগে, কোনও ব্যক্তি যখনই কোনও নতুন সংস্থায় যোগদান করতেন তখন তাঁকে একটি নতুন পিএফ নম্বর দেওয়া হত। এর ফলে কারও পক্ষে তাঁর পিএফ সম্পর্কে তথ্য রাখা খুব কঠিন ছিল। এই সমস্যা সমাধানের জন্যই ইউএএন চালু করা হয়। এখন একজন ব্যক্তি কোম্পানি পরিবর্তন করলেও তাঁর ইউএএন নম্বর একই থাকে।

আরও পড়ুন: ATM কার্ড ব্লক হয়ে গিয়েছে? কীভাবে আনলক করবেন দেখুন!

advertisement

কেওয়াইসি কী: নো ইওর কাস্টমার বা কেওয়াইসি হল একটি এককালীন প্রক্রিয়া যা কেওয়াইসি বিবরণের সঙ্গে ইউএএন লিঙ্ক করে গ্রাহকদের পরিচয় যাচাইয়ে সহায়তা করে। কর্মচারী বা নিয়োগকারীদের কেওয়াইসি বিশদ যেমন, আধার, প্যান, ব্যাঙ্ক ডিটেইলস ইত্যাদি প্রদান করতে হয়।

ইউএএন-এর সঙ্গে কেওয়াইসি বিবরণ লিঙ্ক: ক) প্রথমে ইউনিফায়েড সদস্য পোর্টালে গিয়ে ইপিএফ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। খ) এবার ‘ম্যানেজ’ বিভাগে গিয়ে ‘কেওয়াইসি’ অপশনে ক্লিক করতে হবে। এখানে প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার ইত্যাদি নির্বাচন করা যায় যা কর্মচারি ইউএএন-এর সঙ্গে লিঙ্ক করাতে চান। গ) প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণের পর ‘সেভ’ অপশনে ক্লিক করতে হবে। ঘ) স্ক্রিনে ফুটে উঠবে ‘কেওয়াইসি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল’। ঙ) নিয়োগকর্তা অনুমোদন করলে সেটা ‘ডিজিটালি অ্যাপ্রুভড বাই দ্য এমপ্লয়ার’-এ পরিবর্তিত হয়ে যাবে’। চ) একবার ইউআইডিএআই যাচাই করে দিলে আধারের বিরপীতে ‘ভেরিফায়েড বাই ইউআইডিএআই’ প্রদর্শিত হবে’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিয়োগকর্তা একওয়াইসি অনুমোদন না করলে কী হবে: নিয়োগকর্তা কেওয়াইসি বিবরণ অনুমোদন না করলে কর্তৃপক্ষ বা এইচআর বিভাগে জানানো যায়। যদি এতে সময় নষ্ট হয় তাহলে জানানো যায় উচ্চতর কর্তৃপক্ষকে। যদি কেউ অনুরোধে সাড়া না দেয় তাহলে http://epfigms.gov.in–এর মাধ্যমে ইপিএফ-এ অভিযোগ দায়ের করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অনলাইনে UAN-এর সঙ্গে KYC লিঙ্ক করবেন কীভাবে? দেখে নিন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল