আরও পড়ুন: এই কাজটি না করা থাকলে আর চেক করতে পারবেন না আপনার পিএফ ব্যালেন্স
যে সমস্ত লগ্নিকারিরা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করে ভালো রিটার্ন আয় করতে আগ্রহী তাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প হল মিউচুয়াল ফান্ড SIP। ৫ বছর থেকে শুরু করে ৭ বছরের বিনিয়োগের জন্য এসপিআইকে উপযুক্ত প্রকল্প মনে করা হয়। বিনিয়োগকারীর সামর্থ্য এবং লক্ষ্য অনুযায়ী এসআইপি বেছে নিয়ে লগ্নি শুরু করতে হবে। মিউচুয়াল ফান্ড এসআইপি বেছে নেওয়ার আগে অবশ্যই ওই তহবিলের বর্তমান পারফরম্যান্স এবং আগের কয়েকটি ত্রৈমাসিক রিটার্ন সম্বন্ধে বিস্তারিত জানা উচিত। অনেক ফান্ডে বলা হয়ে থাকে এই স্কিমগুলিতে কোনও রিস্ক নেই তবে তা একেবারেই সত্য নয়। সমস্ত রকম বিনিয়োগেই ছোট বড় রিস্ক রয়েছে।
advertisement
আরও পড়ুন: বাড়িতে বসেই পেয়ে যাবেন ব্যাঙ্কের একাধিক সুবিধা, দেখে নিন কত টাকা লাগবে চার্জ
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে শর্টে এসআইপি বলা হয়ে থাকে ৷ দেখে নিন কীভাবে এসআইপি-তে ১০০০ টাকা করে ইনভেস্ট করে কোটিপতি হয়ে উঠতে পারবেন ৷
আরও পড়ুন: সোনার দামে বড় পতন, দেখে নিন আপনার শহরে ২২ ও ২৪ ক্যারেটের দাম
কত সময় লাগবে ?
গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ১০০০ টাকা করে ইনভেস্ট করে কত দিনের মধ্যে কোটিপতি হতে পারবেন ৷ যেহেতু ইনভেস্টমেন্টের টাকার অঙ্কটা একটু কম তাই একটু বেশি সময় লাগবে ৷ ধরে নিন মিউচুয়াল ফান্ড প্রতি বছর ১৫ শতাংশ লাগাতার রিটার্ন দিচ্ছে ৷ আপনি ৩৩ বছর পর্যন্ত লাগাতার ১০০০ টাকা ইনভেস্ট করলে আপনার মোট ইনভেস্টমেন্ট ৩.৯৬ টাকা হবে ৷ কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে আপনি রিটার্নে পেয়ে যাবেন প্রায় ১.০৬ কোটি টাকা ৷