KYC কী?
যে সমস্ত গ্রাহক এবং বিনিয়োগকারীরা আর্থিক পরিষেবা খুঁজছেন বা বিনিয়োগের কথা ভাবছেন তাঁদের জন্য KYC ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, কোনও বিনিয়োগকারী যদি নির্দিষ্ট একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ইচ্ছুক হন তবে KYC-এর মাধ্যমে ওই ফান্ড হাউস লগ্নিকারির পরিচয়, ঠিকানা এবং প্যান নম্বর সহ বিভিন্ন তথ্য জানতে পারবে। এর সাহায্য তহবিল কতৃপক্ষ বিনিয়োগকারীর যোগ্যতার পাশাপাশি ট্রান্সেকশনের ট্র্যাক রাখতে পারবে।
advertisement
আরও পড়ুন: SBI SMS Alert: এই সহজ পদ্ধতিতে বন্ধ করুন স্টেট ব্যাঙ্কের এই পরিষেবা ধাপে ধাপে
অফলাইনে KYC
প্রথমে যে কোনও ‘Know Your Customer Registration Agencies (KRA’s)’-এর ওয়েবসাইট থেকে কেওয়াইসি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। ফর্মের সঙ্গে একটি পরিচয়ের আইডি, ঠিকানার প্রমাণ এবং একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আইডি হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে। প্রয়োজনীয় নথি সহ আবেদন ফর্মটি সংশ্লিষ্ট ব্যক্তি বা কতৃপক্ষের কাছে জমা দিতে হিবে।
আরও পড়ুন: State Bank of India: বিরাট সুযোগ স্টেট ব্যাঙ্কের! এসবিআই-এ অনলাইনে রেকারিং ডিপোজিটের সহজ পদ্ধতি
অনলাইনে KYC
যে কোনও KRA ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও KYC প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য দিতে বলা হবে। পরের স্টেপে আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ওই মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) যাবে। শেষে আধার কার্ডের একটি স্ব-স্বাক্ষরিত কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর KRA ওয়েবসাইটে তার স্ট্যাটাস চেক করা যাবে।
অনলাইনে KYC স্ট্যাটাস কীভাবে দেখা যাবে?
সংশ্লিষ্ট KRA ওয়েবসাইটে লগ ইন করে প্যান কার্ড নম্বর বা অন্যান্য যথাযথ তথ্য দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।