আপনি জানতে চান আপনার অ্যাকাউন্টে কত টাকা হিসেবে এই সুদ (Interest Rate) আসবে৷ জেনে নিন সেই ক্যালকুলেশন৷
আরও পড়ুন - Panchang 10 November: পঞ্জিকা ১০ নভেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
এই বছরের পিএফ অ্যাকাউন্টে কত সুদ আসবে
এখানে বেসিক স্যালারি ১৫হাজার হিসেবে ক্যালকুলেশন করা হয়েছে৷
advertisement
বেসিক স্যালারি + DA= ১৫০০০ টাকা
ইপিএফে (EPF ) কর্মচারীদের অংশ = ১৫,০০০ টাকার ১২% = ১,৮০০ টাকা
ইপিএসে (EPS) কর্মচারীদের অংশ = ১৫,০০০ টাকার ৮.৩৩% = ১,২৫০ টাকা
ইপিএফে (EPF ) কোম্পানির অংশ = কর্মচারীদের অংশ -EPS এ কোম্পানির যোগদান = ৫৫০ টাকা
প্রতি মাসে EPF এ যায় এত টাকা =১৮০০ টাকা + ৫৫০ টাকা= ২৩৫০টাকা
অর্থবর্ষ ২০১৯-২০ তে সুদের হার =৮.৫০%
এই হিসেবে প্রতি মাসে সুদের হার =৮.৫০ % /১২= ০.৭০৮৩%
আরও পড়ুন- Lifestyle: সাবধান! জল খাওয়ার সময় আপনিও কি এই ভুলগুলি করেন?
কী ভাবে সুদের হার হিসেব করবেন
এপ্রিলের শেষে EPF অ্যাকাউন্টের ব্যালান্স =২৩৫০ টাকা
মে মাসে EPF অ্যাকাউন্টে আবার যোগদান আসে = ২৩৫০ টাকা
মে মাসে শেষে EPF অ্যাকাউন্টে মোট জমা হবে= ৪৭০০ টাকা
মে মাসের শেষে EPF -এ জমা হবে এত সুদ = ৪৭০০ টাকা X ০.৭০৮৩%= ৩৩.২৯ টাকা
মে মাসের শেষে পাওয়া যাবে এত সুদ = ৩৩.২৯ টাকা
এই হিসেবেই আগামী মাসগুলিতে হবে সুদের ক্যালকুলেশন৷