TRENDING:

কতটা খরচ করা প্রয়োজন, আর কোনটা অপচয়! এই জ্ঞান থাকা আবশ্যক বিনিয়োগে, হিসেব কষবেন কীভাবে?

Last Updated:

কত টাকা বিনিয়োগ করা উচিত, বিভিন্ন জিনিসের কত টাকা খরচ করলে বাজেটে আঁচ লাগবে না, সেই ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা চাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশুদ্ধ জীবন। ব্যয় নয়, তাৎক্ষণিক তৃপ্তির জন্য কোনও কাজ নয়, ধার নয়, ভবিষ্যতের জন্য সঞ্চয়। এমন উপদেশ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যেতে পারে। একঘেয়ে, বিরক্তিকর। মনে হতে পারে, ভোগ, বিলাস না করলে আর কীসের জীবন! আর ভোগ, বিলাসের জন্য প্রয়োজন অর্থের। সে জন্য দরকার বিনিয়োগ। তবেই টাকা বাড়বে। কিন্তু বিনিয়োগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভারসাম্য বজায় রাখা। আয় অনুযায়ী কত টাকা বিনিয়োগ করা উচিত, বিভিন্ন জিনিসের কত টাকা খরচ করলে বাজেটে আঁচ লাগবে না, সেই ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা চাই।
advertisement

অনেকেই মনে করেন, ত্যাগ এবং বলিদানকে অযথাই মহিমান্বত করা হয়েছে। কিন্তু কারও প্রকাশ্যে বুক বাজিয়ে এ কথা বলার সাহস নেই। কেউ বলতে চায় না, ত্যাগের জীবনযাপন নিষ্ঠুর এবং অযৌক্তিক। লাগামহীন ভোগের ভয় থেকেই শৃঙ্খলা আসে। আবার কেউ কেউ মনে করেন, অতিরিক্ত সুখ খুঁজতে গেলে সবার্থপরতার বীজ রোপন করা হবে। ভোগ, বিলাসের জীবনে মানুষ অলস হয়ে যায়। আসলে এ সবই দৃষ্টিভঙ্গী। কিন্তু এটা সত্যি, বেশিরভাগ মানুষই মনে করেন যে সুখই হল অন্তিম লক্ষ্য যা শুধুমাত্র নিরন্তর সংগ্রামের মাধ্যমেই লাভ করা সম্ভব। কিন্তু কীভাবে এর পার্থক্য করা যায়?

advertisement

আরও পড়ুন: 7th Pay Commission: নতুন বছরে কপাল খুলবে Modi সরকারের কর্মীদের! ডিএ এরিয়ার নিয়ে বাম্পার সিদ্ধান্ত, ৩ কিস্তিতে ২.১ লক্ষ টাকা

শেয়ার বাজারে বিনিয়োগ করতে অনেকেই ভয় পান। অনেকে আবার ভাবেন, এটা বোধহয় জুয়া। যারা শেয়ার মার্কেটে কাজ করেন তাঁরা এক একটা পাঁড় জুয়ারি। কেউ কেউ আবার ভাবেন শেয়ার বাজার ফাটকা ব্যবসা। লাভ হলে ভালো না হলে গেল। কিন্তু দায়িত্বশীল বিনিয়োগকারীদের কাছে শেয়ার বাজার একটা সাধনার জায়গা। প্রচুর পড়াশোনা, গবেষণা, সময় এবং অর্থ – এখানে সফল হতে গেলে সবকিছুই লাগে। জীবন, যৌবন নিংড়ে দিতে হয়। রিটার্নও মেলে আশাতীত।

advertisement

আরও পড়ুন: LPG Cylinder Booking : এই ভাবে সিলিন্ডার বুকিং করলে পেয়ে যাবেন ১০০০ টাকা ক্যাশব্যাক

বিনিয়োগকারী কীভাবে সময়, চেষ্টা এবং অর্থ বিনিয়োগ করবেন, সেই সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকাও আবশ্যিক। যদি কেউ মনে করেন তাঁর বিনিয়োগ জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করতে সক্ষম তাহলে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কম টাকা লাগানো উচিত নয়। যেমন যদি কারও মনে হয় বন্ধুদের সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটালে কাজের সব চাপ কেটে যায় তাহলে অবশ্যই সেটা করা উচিত। কিন্তু হ্যাঁ, নিশ্চিত হতে হবে। মনে রাখতে হবে, হেডোনিস্টিক সাধনাগুলি বস্তুনিষ্ঠতাকে অসাড় করে দেয়, অভ্যাস তৈরি করে এবং কতটা অত্যধিক তা অস্বীকার করার অনুভূতি তৈরি হয়।

advertisement

বন্ধুবৃত্তে এমন লোক থাকুক যে বিশ্বাস এবং আচরণ নিয়ে প্রশ্ন করবে, আয়না দেখাতে পারবে। এরাই বিশ্বস্ত আর্থিক উপদেষ্টার ভূমিকা পালন করবে। যদি কেউ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারেন এবং বন্ধু মহলে এমন কেউ থাকে যে পিছলে যাওয়ার সময় লাইনে টেনে আনবে তাহলে অবশ্যই এগনো উচিত। ভোগের পথে গভীরভাবে যাওয়ার আগে, তাৎক্ষণিক পরিতৃপ্তির বাইরে এটি কী উদ্দেশ্যে কাজ করে সেটা নিজেকে জিজ্ঞেস করতে হবে। তার উত্তর খুঁজে পেতে হবে।

advertisement

কত ক্ষতি সহ্য করা যাবে সেটাও বুঝে নিতে হবে। বিনিয়োগ পোর্টফোলিও থাকুক। তার বাইরেও বিভিন্ন ক্ষেত্রে টাকা ঢালা উচিত। দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ জরুরি। তবেই গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল আর্থিক লক্ষ্যগুলো পূরণ করা সম্ভব। তবে পাশাপাশি প্ল্যান বি-ও রাখতে হয়। কারণ ঝুঁকি নেওয়ার ক্ষমতা সবার সমান নয়। কোনও আইপিও-তে অর্থ উপার্জন নিশ্চিত মনে হলে সেটা দিয়ে অবসরকালের ফান্ড তৈরি করতে যাওয়া বোকামি। বরং ছোট ছোট বাজি ধরতে হয়। যাতে ক্ষতি হলে সইয়ে নেওয়ার ক্ষমতা থাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্থিতিশীল আয় ছাড়া ঘর-গেরস্থালির খরচ সামলে বড় বিনিয়োগে হাত পাকানো প্রায় অসম্ভব। তাই খরচ কমাতে হয়। পছন্দের পোশাক, খাবার, গাড়ি, ফোন এবং অন্যান্য কিছুর পেছনে মানুষ কেন অর্থ ব্যয় করে? যাতে বন্ধুবান্ধব, প্রতিবেশীরা বাহবা দেয়। এটাই সত্য। কিন্তু কতখানি দরকারি? সেটা বুঝে নেওয়ার সময় এসেছে। কোনটা ঠিক? এই নিয়ে তর্ক করার কোনও মানে হয় না। কারণ মানুষ ভেদে সত্য পাল্টে যায়। কেউ সহজ সাধারণ জীবনযাপনকে উদযাপন করে। আবার কেউ সেটাকেই কৃপণতা হিসেবে দেখে। ভাল জিনিসকে সম্পূর্ণ অস্বীকার করারও প্রয়োজন নেই। বরং প্রয়োজনীয়তা অনুযায়ী খরচের কথা ভাবতে হবে। সোশ্যাল মিডিয়া ইমেজ ক্রাফটিং-এর রোগ নিয়ে এসেছে। আত্ম-সচেতন হওয়া মূল্যবান। কিন্তু মানুষ যা নয় তা হওয়ার চেষ্টা করা একটা রোগ। এতে সময় এবং অর্থ দুইই অপচয় হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কতটা খরচ করা প্রয়োজন, আর কোনটা অপচয়! এই জ্ঞান থাকা আবশ্যক বিনিয়োগে, হিসেব কষবেন কীভাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল