রঙের এই উৎসবকে ঘিরে আবির তৈরির কারিগরদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে। দোল উৎসবে সবাইকে রাঙিয়ে তুলতে শিলিগুড়ির ছোট ফাপড়ি এলাকার একটি আবির কারখানায় প্রায় ৩৫ জন মহিলা একনাগাড়ে কাজ করে চলেছেন । কোন ভেজাল অর্থাৎ কেমিকাল নয় তাদের হাতে তৈরি হচ্ছে সম্পূর্ণ ভেষজ আবির।
আরও পড়ুন: বস্তাতে আদা চাষ করে বিপুল টাকা রোজগার ! জেনে নিন পদ্ধতি
advertisement
লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া, বেগুনি, গোলাপি,একের পর এক রংবেরঙের আবির তৈরি হচ্ছে তাদের হাতে। গত ৩ থেকে ৪ মাস ধরে চলা এই কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন রয়েছে চূড়ান্ত পর্যায়ে, কারণ হতে আর বাকি মাত্র কয়েকদিন, তার পরেই রয়েছে বসন্ত উৎসব।
আরও পড়ুন: দেখতে ছোট্ট আপেলের মত খেতে দারুণ মিষ্টি! এই প্রজাতির ফল থেকে আসবে মোটা টাকা
এই আবিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ ভেষজ, এতে কোনও কেমিক্যাল নেই। তাই এটি ত্বকের জন্য একেবারে নিরাপদ। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যই শিলিগুড়ির এই আবির শুধু এই রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যেমন অসম, বিহার, পাহাড় সহ বিভিন্ন বাজার গুলিতে পৌঁছে যাচ্ছে। এর ফলে স্বাবলম্বী হচ্ছে এলাকার বহু মহিলা ।
এই বিষয়ে এক কারিগর অতুল বর্মন জানান, এই আবির সম্পূর্ণ ভেষজ এবং হাতে তৈরি তাই এতে কোনওরকম রাসায়নিক নেই ,তাই এই আবিরের চাহিদাও বেশি রয়েছে। দুর্গাপূজার পর থেকেই কাজ চলছে এবং স্থানীয় মহিলাদের হাতেই এই আবির তৈরি হচ্ছে। বাজারে ভেষজ আবিরের চাহিদা বাড়লেও দাম তুলনামূলকভাবে বেশ কম রাখা হয়েছে বলে দাবি করেছেন কারিগরেরা।
সুজয় ঘোষ





