আরও পড়ুন: PM Kisan: এই ৪টি কাজ না করলে মিলবে না পিএম কিষান যোজনার টাকা !
প্রায় চার বছর আগে হিমাচল সফরে গিয়ে একটি আপেল গাছের চারা নিয়ে এসেছিলেন তিনি। সবাই তখন বলেছিল, এই গরম এলাকায় আপেল গাছ বাঁচবে না, ফল তো দূরের কথা! কিন্তু গৌরগোপাল থামেননি। বাড়ির টবেই সেই চারাটি রোপণ করেন। গত বছর দু-চারটি আপেল ফললেও, এবার উদ্যান বিশেষজ্ঞদের পরামর্শে মাটিতে লাগানোর পর সেই গাছে এসেছে একাধিক গুটি—এক কথায় তাক লাগানো সাফল্য!ব
advertisement
আরও পড়ুন: মাত্র ৪ দিনে আম বিক্রি করে লাখ লাখ টাকা আয় !
এই বিষয়ে গৌরগোপাল বলেন, “জায়গা কম তাই টবের মধ্যে আম, এঁচোড় বসিয়েছি। তবে আপেল গাছ এখন মাটিতেই বসান আছে। ফল ধরেছে গাছে , আশা করছি ভাল ফলন হবে।” তিনি জানান, আপেল ফলবে এমন স্বপ্নও দেখেননি। তবে এখন গাছে ফল দেখে নিজেও অবাক। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই গাছ আরও ভালফল দেবে। সার কম লাগে, তবে নিয়মিত ওষুধ প্রয়োগ দরকার।
শুধু আপেলেই থেমে নেই এই কৃষকের গল্প,তাঁর টবেই ধরেছে দামি মিয়াজাকি আম ও চৌসা আম। কাঁঠালের গাছে ধরেছে এঁচোড়। পাশাপাশি সাড়ে তিন কাঠা জমিতে ভুট্টা চাষ করেও পেয়েছেন দারুণ সাফল্য। গৌরগোপাল নন্দী প্রমাণ করে দিয়েছেন উদ্যম, ধৈর্য আর সঠিক পদ্ধতি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। পূর্ব বর্ধমানের এই ব্যক্তি এখন নিঃসন্দেহে অনুপ্রেরণা সারা জেলার কৃষকদের কাছে।
বনোয়ারীলাল চৌধুরী