Money Making Tips: মাত্র ৪ দিনে আম বিক্রি করে লাখ লাখ টাকা আয় !

Last Updated:

Money Making Tips: ব্যাপক হারে বিক্রি হল, মালদহের হিমসাগর, ল্যাংড়া-সহ জেলার একাধিক প্রজাতির আম। আম পিপাসুদের চাহিদা মেটাচ্ছে মালদহের আম মেলা।

+
শেষ

শেষ দিনে ব্যাপক ভিড় মালদের আম মেলায়

মালদহ: মাত্র ৪ দিনে লক্ষ লক্ষ টাকার বেচা কেনা মালদহের আম মেলায়। মুখে হাসি ক্রেতা ও বিক্রেতাদের। তবে দেশ-বিদেশের আম থাকলেও কদর দেখা মিলল মালদহের আমের। ব্যাপক হারে বিক্রি হল, মালদহের হিমসাগর, ল্যাংড়া-সহ জেলার একাধিক প্রজাতির আম। আম পিপাসুদের চাহিদা মেটাচ্ছে মালদহের আম মেলা।
মাত্র ৪ দিনে প্রায় সাত লক্ষ টাকার‌‌ও বেশি আম বিক্রি মালদহের আম মেলায়। শুধু আম নয় আমের তৈরি একাধিক খাবার বিক্রি হল ব্যাপক পরিমাণে। আম দিয়ে তৈরি মিষ্টি, সন্দেশ, রসগোল্লা, কেক, কুলফি, পকোড়া ইত্যাদি নানান খাবারের স্টলে ভিড় দেখা মিলল ক্রেতাদের। পাশাপাশি হস্ত শিল্পীদের হাতের তৈরি একাধিক জিনিসপত্র কেনাকাটার ভিড় দেখা দেয় আম মেলায়। মেলা শেষে টাকা গুনে হাসি ফুটল বিক্রেতাদের।
advertisement
advertisement
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, ‘আগের বছরের তুলনায় আম মেলায় এই বছর অনেক পরিমাণে ভিড় হয়েছে বিক্রেতাদের। শতাধিক প্রজাতির আম প্রদর্শনীর পাশাপাশি বিপুল পরিমাণে বিক্রি হয়েছে আম ও আম দিয়ে তৈরি একাধিক খাবার। মোট চার দিনে প্রায় ৭ লক্ষ এর বেশি টাকার কেনাবেচা হয়েছে এই আম মেলায়। আগামীতে আরও ভালভাবে আম মেলার মাধ্যমে জেলার শতাধিক প্রজাতির আম কে তুলে ধরা হবে। এবং আন্তর্জাতিক বাজারে পরিচয় পাবে মালদহের আম।”
advertisement
রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মালদহের সৃষ্টি শ্রী আম মেলায় জেলা সহ দেশ-বিদেশের শতাধিক প্রজাতির আম প্রদর্শনী হয়। প্রদর্শনীর পাশাপাশি আম মেলায় ব্যাপক হারে আম কিনতে ভিড় লক্ষ্য করা যায় ক্রেতাদের। মাত্র ৪ দিনে ৭ লক্ষ টাকারও বেশি আম ও আম জাত খাবারের কেনাবেচা করে খুশি ক্রেতা ও বিক্রেতারা।
জিএম মোমিন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মাত্র ৪ দিনে আম বিক্রি করে লাখ লাখ টাকা আয় !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement