TRENDING:

বাঁকুড়ায় তৈরি হচ্ছে হইটেক আলু বীজ, নেই ভাইরাস

Last Updated:

বাঁকুড়ার রাইপুর ব্লকের সিমলি সহ বিষ্ণুপুর, জয়পুর, গঙ্গাজলঘাটি ও পাত্রসায়র ব্লক এলাকার কৃষকদের নিয়ে বিশেষ হাইটেক আলু বীজের চাষ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: আলুর বীজ উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগোচ্ছে কৃষি দফতর। রাইপুরের সিমলিতে জ্যোতি, পোখরাজ সহ বিভিন্ন প্রজাতির আলু বীজ তৈরি করছে কৃষি দফতর। এই প্রথম দক্ষিণবাঁকুড়ায় নেট হাউস পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন হচ্ছে। কৃষকদের মোটা অঙ্কের অর্থ ব্যায় করে ভিন রাজ্যে থেকে আলুর বীজ কিনতে হয়। অনেক সময় ভিন রাজ্য থেকে ভেজাল বীজও চলে আসে। ফলে সর্বস্বান্ত হতে হয় কৃষকদের।
advertisement

আরও পড়ুন: বার্ষিক বেতন ১৫ লাখ টাকা? পুরনো ট্যাক্স ব্যবস্থা বেছে নিন এবং এই ডিডাকশনের মাধ্যমে আরও ৪৮,০০০ টাকা বাঁচান

এবার এই পরীক্ষামূলক পদ্ধতি সফল হলেই প্রয়োজনের প্রায় ২৫ শতাংশ বীজ এই রাজ্যে তৈরি হবে, আশাবাদী কৃষি দফতরের আধিকারিকরা। বাঁকুড়ার রাইপুর ব্লকের সিমলি সহ বিষ্ণুপুর, জয়পুর, গঙ্গাজলঘাটি ও পাত্রসায়র ব্লক এলাকার কৃষকদের নিয়ে বিশেষ হাইটেক আলু বীজের চাষ করা হয়েছে। যাতে বাইরের রাজ্য থেকে আলুর বীজ কিনতে না হয়,তার দিকে তাকিয়েই বাঁকুড়া সহ আরও১৪ টি জেলায় উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: কেন সোনার দাম বাড়ছে? সাত সপ্তাহে ৯,৫০০ টাকা দাম বাড়ার পিছনে মূল কারণগুলি কী কী?

View More

বৃহস্পতিবার সিমলির এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানির ফার্ম পরিদর্শন করলেন রিসার্চ এবং এক্সটেনশন উইং এর আধিকারিকগন।

এই পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া, (জয়েন্ট ডিরেক্টর মাইকোলজিস্ট ও প্যাথলজিস্ট, বাঁকুড়া), সুশান্ত মাইতি (ডিডিএ, ডব্লিউবিপি, বাঁকুড়া), তথাগত নাথ (রাইপুর ব্লক কৃষি আধিকারিক), বিধানচন্দ্র সাহানা (ADA, সিড সার্টিফিকেসন, বাঁকুড়া), অভিষেক মান্না, এসিস্ট্যান্ট বোটানিস্ট।

advertisement

রাজ্যজুড়ে ১৪টি প্রজাতির আলু বীজের পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে। বাঁকুড়ায় সাত রকমের আলুর চাষ হচ্ছে। মাছি সহ অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ যাতে বীজের ক্ষতি করতে না পারে তার জন্য বিভিন্ন পদ্ধতি ও অবলম্বন করা হচ্ছে। ভাইরাস ফ্রি বীজের চাষ করা সম্ভব হলে রোগ পোকায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও কম হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাঁকুড়ায় তৈরি হচ্ছে হইটেক আলু বীজ, নেই ভাইরাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল