বিগত বছরে হকিনস কুকার্স লিমিটেড তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের বিনিয়োগকারীদের এই একই রিটার্ন অফার করেছিল। হকিনস কুকার্স লিমিটেড জানিয়েছে যে তাদের এই ফিক্সড ডিপোজিট স্কিম তিনটি সময়সীমা অনুযায়ী খোলা যাবে।
আরও পড়ুন- কোল্ড স্টোরেজের অস্বাস্থ্যকর ডিম পাতে পড়ছে না তো? রাজ্য জুড়ে তল্লাশি জারি!
হকিনস কুকার্স লিমিটেডের ১৩ মাসের ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ২৪ মাসের জন্য বার্ষিক ৭.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ৩৬ মাসের জন্য বার্ষিক ৮% সুদ পাওয়া যাবে।
advertisement
ন্যূনতম ২৫,০০০ টাকা বিনিয়োগ করতে হবে -
হকিনস কুকার্স লিমিটেডের এই তিন ধরনের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগকারীদের কম করে ২৫,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। সুদের জন্য বিনিয়োগকারীরা দুটি বিকল্প পাবেন।
এক্ষেত্রে বিনিয়োগকারীরা চাইলে ৬ মাসের মেয়াদে সুদ নিতে পারেন অথবা নির্ধারিত সময় অনুযায়ী ফিক্সড ডিপোজিট শেষ হওয়ার বিকল্প বেছে নিতে পারেন।
এর মাধ্যমে ফিক্সড ডিপোজিট শেষ হওয়ার পর সুদের হার নির্ণয় করা হয়। যেখানে সুদের হার মাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী করা হয়। এক্ষেত্রে বিনিয়োগকারীরা বার্ষিক ৮.৩ শতাংশ হারে সুদ পেতে পারেন। অবশ্য জানিয়ে রাখা ভাল যে হকিনস কুকার্স লিমিটেডের ফিক্সড ডিপোজিটে বছরে ৫ হাজার টাকার ওপরে সুদ পেলে তার ওপরে টিডিএস কাটা হয়।
আইসিআরএ দিয়েছে 'এএ-' রেটিং -
ক্রেডিট রেটিং এজেন্সি আইসিআরএ হকিনস কুকার্স লিমিটেডের ফিক্সড ডিপোজিট স্কিমকে 'এএ-' মাইনাস রেটিং দিয়েছে। এই রেটিং অনেক বছর ধরে একটানা একই রয়েছে।
এরই মধ্যে হকিনস কুকার্স লিমিটেডের শেয়ার কাল অর্থাৎ সোমবার বিএসইতে ১.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৮৪০.০০ টাকায় পৌঁছেছে। বিগত এক মাসে এই কোম্পানির শেয়ারে ১% পতন হয়েছে। ২০২২ সালের শুরু থেকে এখনও পর্যন্ত এই শেয়ার ৪.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বছর রেপো রেট ১.৪০ শতাংশ বাড়িয়েছে। এর ফলে ভারতের বিভিন্ন ধরনের সরকারি এবং প্রাইভেট ব্যাঙ্ক নিজেদের ফিক্সড ডিপোজিট রেট বাড়িয়ে চলেছে।
আরও পড়ুন- গয়না কেনার দুর্দান্ত সুযোগ! ৫০ হাজার টাকার নীচে নামল সোনার দাম
কিন্তু হকিনস কুকার্স লিমিটেড নিজেদের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার আগের বছরের মতোই রেখেছে। এখন হকিনস কুকার্স লিমিটেডের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে বার্ষিক ৮ শতাংশ হারে সুদ পাওয়া যায়।