Gold Price Today : গয়না কেনার দুর্দান্ত সুযোগ! ৫০ হাজার টাকার নীচে নামল সোনার দাম

Last Updated:
সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে নবরাত্রী ৷ উৎসবের এই দিনগুলিতে সোনা কেনা শুভ বলে মনে করা হয় ৷
1/5
সোনার কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এদিন রুপোর দাম অবশ্য হাল্কা বেড়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম এদিন নিয়ে দ্বিতীয় বার পড়ে গিয়েছে ৷ মঙ্গলবারও সোনার দাম গত দু’বছরের তুলনায় সবচেয়ে নীচু স্তরে রয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম শুরুর দিকে ০.০৬ শতাংশ বেড়ে গিয়েছিল ৷ রুপোর দাম সোমবারের থেকে ০.০৮ শতাংশ বেড়ে গিয়েছে ৷
সোনার কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এদিন রুপোর দাম অবশ্য হাল্কা বেড়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম এদিন নিয়ে দ্বিতীয় বার পড়ে গিয়েছে ৷ মঙ্গলবারও সোনার দাম গত দু’বছরের তুলনায় সবচেয়ে নীচু স্তরে রয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম শুরুর দিকে ০.০৬ শতাংশ বেড়ে গিয়েছিল ৷ রুপোর দাম সোমবারের থেকে ০.০৮ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
2/5
মঙ্গলবার এমসিএক্সে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৯:১৫ মিনিটে ৩০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৯,১৮০ টাকা হয়ে গিয়েছিল ৷ কিছুক্ষণ পর দাম কমে ৪৯,১৭৬ টাকা হয়ে যায় ৷ পরে আবার কিছুটা বেড়ে ৪৯,১৮০ টাকায় ট্রেড করতে শুরু করেছে ৷
মঙ্গলবার এমসিএক্সে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৯:১৫ মিনিটে ৩০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৯,১৮০ টাকা হয়ে গিয়েছিল ৷ কিছুক্ষণ পর দাম কমে ৪৯,১৭৬ টাকা হয়ে যায় ৷ পরে আবার কিছুটা বেড়ে ৪৯,১৮০ টাকায় ট্রেড করতে শুরু করেছে ৷
advertisement
3/5
রুপোর দাম-  মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সামান্য বেড়েছে রুপোর দাম ৷ রুপোর দাম এদিন ৪৯ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৫,৩৯৫ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দাম এদিন ৫৫,৫৭৭ টাকায় ট্রেডিং শুরু করে ৷ কিছু সময় পর দাম পড়ে ৫৫৩৯০ টাকা হয়ে যায় ৷ এরপর আবার সামান্য বেড়ে যায় এবং ৫৫,৩৯৫ টাকায় ট্রেড করতে শুরু করে ৷
রুপোর দাম- মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সামান্য বেড়েছে রুপোর দাম ৷ রুপোর দাম এদিন ৪৯ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৫,৩৯৫ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দাম এদিন ৫৫,৫৭৭ টাকায় ট্রেডিং শুরু করে ৷ কিছু সময় পর দাম পড়ে ৫৫৩৯০ টাকা হয়ে যায় ৷ এরপর আবার সামান্য বেড়ে যায় এবং ৫৫,৩৯৫ টাকায় ট্রেড করতে শুরু করে ৷
advertisement
4/5
আন্তর্জাতিক বাজারে পতন-  বিশ্ব বাজারে মঙ্গলবার নিয়ে লাগাতার দু’দিন দাম কমল সোনা ও রুপোর ৷ সোনার বর্তমান দাম এদিন ০.৮৬ শতাংশ কমেছে, রুপোর দাম কমেছে ১.৬০ শতাংশ ৷ এদিন সোনার দাম প্রতি আউন্সে ১৬২৯,৯৭ ডলার হয়েছে, রুপোর দাম হয়েছে ১৮.৪৮ ডলার প্রতি আউন্স ৷
আন্তর্জাতিক বাজারে পতন- বিশ্ব বাজারে মঙ্গলবার নিয়ে লাগাতার দু’দিন দাম কমল সোনা ও রুপোর ৷ সোনার বর্তমান দাম এদিন ০.৮৬ শতাংশ কমেছে, রুপোর দাম কমেছে ১.৬০ শতাংশ ৷ এদিন সোনার দাম প্রতি আউন্সে ১৬২৯,৯৭ ডলার হয়েছে, রুপোর দাম হয়েছে ১৮.৪৮ ডলার প্রতি আউন্স ৷
advertisement
5/5
কী হবে আগামী দিনে ?   কমোডিটির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা জানিয়েছে, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল উপর নির্ভর করে সোনার দাম আগামী দিনে আরও কমতে পারে ৷ সোমবার অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেল নবরাত্রী ৷ উৎসবের এই দিনগুলিতে সোনা কেনা শুভ বলে মনে করা হয় ৷ এর জেরে আগামী দিনে যে দাম বাড়বে না সেটাও বলা যাচ্ছে না ৷
কী হবে আগামী দিনে ? কমোডিটির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা জানিয়েছে, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল উপর নির্ভর করে সোনার দাম আগামী দিনে আরও কমতে পারে ৷ সোমবার অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেল নবরাত্রী ৷ উৎসবের এই দিনগুলিতে সোনা কেনা শুভ বলে মনে করা হয় ৷ এর জেরে আগামী দিনে যে দাম বাড়বে না সেটাও বলা যাচ্ছে না ৷
advertisement
advertisement
advertisement