বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে দারুন সাফল্য পেয়েছে বসিরহাটের কৃষকরা। পেয়ারা একটি পুষ্টিকর ফল। যা খেতে খুবই সুস্বাদু, মুচমুচে ও সুমিষ্ট। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভারত কৃষিভিত্তিক দেশ হলেও সম্প্রতি চিরাচরিত ঋতুভিত্তিক চাষের প্রথা ছেড়ে আধুনিক পদ্ধতিতে ফল চাষে ঝুঁকছেন অনেক কৃষক। এতে আয় হচ্ছে বেশি। পেয়ারা চাষ করে ঠিক তেমনি সুযোগ এসে গিয়েছে কৃষকদের সামনে।।বসিরহাটের বিবিপুরের কৃষক নুরুদ্দিন পাহাড় কয়েক বিঘা জমিতে পেয়ারা চাষ করে ভাল ফলন পেয়েছেন। সেই গাছ থেকে ভাল ফল পাওয়ার পর পিঞ্চিং করে নতুনভাবে গাছে ফুল আসতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: গরম পড়তেই মাছের বাজারে বদল, ইলিশ-ভেটকি ছেড়ে চারা পোনা-শিঙি’তে মজেছে বাঙালি
অনেকেই ভাবেন, কৃষিকাজ করে ধনী হওয়া তো দূর, হয়ত গোটা বছরে লাভের মুখই দেখা যাবে না। এই ধারণাকেই ভুল প্রমাণ করে নজির গড়েছেন বসিরহাটের বিবিপুরের যুবক নুরুদ্দিন পাইক। ওই যুবক পেয়ারা চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন। উন্নত প্রাজাতির এই পেয়ারা গাছ রোপনের ৬ মাস পর থেকে প্রায় সারাবছর ফল পাওয়া যাচ্ছে। এই গাছগুলোয় প্রায় ৫ বছর একটানা ফল পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে উৎপাদিত এই পেয়ারা এবার ভিন জেলায় পাড়ি দেবে।
জুলফিকার মোল্লা