সূত্রের খবর, এই বিষয়ে মন্ত্রীদের যে কমিটি গঠন করা হয়েছিল, তাঁরা ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। তবে মন্ত্রীদের দল কোনও ঐকমত্য পৌঁছায়নি এখনও। এছাড়াও শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও অনেক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়ের উপর ২৮ শতাংশ জিএসটি আরোপের বিষয়ে আলোচনা হতে পারে। জিওএম (মন্ত্রীদের গঠিত কমিটি) রিপোর্ট পেশ করেছে। কিন্তু ২৮ শতাংশ জিএসটি নিয়ে কোনও ঐকমত্য আসেননি তাঁরা।
advertisement
শুধুমাত্র বীমায় নো ক্লেম বোনাসের প্রিমিয়ামের উপর GST ধার্য করার প্রস্তাব করা হয়েছে। SUV-তে ২২ শতাংশ ক্ষতিপূরণ সেস, তবে সেটা ১৭০ এমএম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে তবেই। ফলের রস বা জুসে CO2 প্রিজারভেটিভ/অ্যাডিটিভ অন্তর্ভুক্ত করা হলে ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হতে পারে।
আরও পড়ুন, চাপ বাড়াচ্ছে তৃণমূল! সংসদে এই বিষয় নিয়ে সরব দলের একের পর এক সাংসদ
বেসরকারি শোধনাগারগুলিকে পেট্রোলে ইথানল মেশানোর জন্য ৫ শতাংশ জিএসটি দেওয়া হতে পারে।
আরও পড়ুন, 'স্বৈরাচার অন্ধকার পরিস্থিতি!' মেডিক্যাল পড়ুয়াদের দাবিকে সমর্থন রাহুলের
RuPay ডেবিট কার্ডে, BHIM-UPI লেনদেনগুলি খুব সম্ভবত করমুক্ত হবে। ক্রিপ্টোকারেন্সিতে জিএসটি আরোপের বিষয়টি আবার স্থগিত করা হতে পারে। আপাতত এখন সরকার থেকে এ বিষয়ে কিছুই ইঙ্গিত দেওয়া হয়নি। প্রত্যেকের নজর আগামী দিনের বৈঠকে। সেই বৈঠকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।