বেশ কিছু রিপোর্টে প্রকাশ হয়েছিল, মন্ত্রীদের নিয়ে গঠিত কমিটি এ বিষয়ে রিপোর্টও দিয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভবে নতুন করে কোনও কিছুতে কর চাপানো হয়নি। সরকারের তরফ থেকে বলা হয়েছে, জিএসটি বৈঠকে সময় অত্যন্ত কম ছিল। ১৫টি আলোচ্য বিষয়ের মধ্যে মাত্র ৮টি বিষয়ে আলোচনা হয়েছে। এমনকী মন্ত্রীদের কমিটির রিপোর্টও জিএসটি-র সকল সদস্যদের কাছে দেওয়া যায়নি।
advertisement
এদিনের বৈঠকে খোসাযুক্ত ডালে উপর থেকে জিএসটি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এখন পর্যন্ত খোসাযুক্ত ডালে উপর ৫ শতাংশ হারে জিএসটি ধার্য ছিল, কিন্তু এখন তা শূন্য নামিয়ে আনা হয়েছে। এর সঙ্গে ইথাইল অ্যালকোহলের উপরেও কমিয়ে দেওয়া হয়েছিল। আগে ১৮ শতাংশ কর দিতে হত, এখন তা কমিয়ে ৫ শতাংশ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
অনলাইন গেমিং-এর ক্ষেত্রে কর চাপানো হবে এমন জল্পনা অনেকদিন ধরেই ছিল। এর পাশাপাশি পানমশলা, গুটখা, ক্যাসিনো-তেও কর চাপানো হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে শোনা যাচ্ছিল।
আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
কিন্তু জানা গিয়েছে, মিটিং-এ এ বিষয়ে কোনও কথাই ওঠেনি। ফলে আপাতত কোনও কর লাগু হচ্ছে না অনলাইন গেমিং-এর ক্ষেত্রে।